Advertisement
ঝুলিতে চ্যাম্পিয়ন্স ট্রফি-এশিয়া কাপের মণিমাণিক্য, রইল ক্যাপ্টেন্সিতে রো-হিট সফরনামা
শতাংশ বিচারে ওয়ানডে ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক রোহিত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে থাকলেও ওয়ানডে’তে অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত শর্মা। তাঁর জায়গায় টিম ইন্ডিয়ার নেতৃত্বে শুভমান গিল। এ ব্যাপারে জল্পনা থাকলেও কেউই ভাবেননি যে, এত তাড়াতাড়ি ‘হিটম্যান’কে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।
শতাংশ বিচারে ওয়ানডে ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। পঞ্চাশটার বেশি ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে ক্লাইভ লয়েডের পরেই রোহিত।
ক্লাইভের জয়ের শতকরা হিসেব ৭৬। রোহিতের ৭৫। যা কি না বিরাট কোহলির (৬৮.৪%) এবং মহেন্দ্র সিং ধোনির চেয়ে বেশি (৫৫%)। যদিও রোহিতের চেয়ে (৫৬ ম্যাচ) অনেক বেশি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন কোহলি (৯৫)।
মাল্টিনেশন টুর্নামেন্টে ক্যাপ্টেন রোহিতের সাফল্যর শতকরা হিসেব ঈর্ষণীয়-৮৮.৮%। তাঁর নেতৃত্বে ভারত এশিয়া কাপ জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে গিয়েছে।
অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার হয়ে ৫৬টি ওয়ানডে ম্যাচে রোহিত শর্মা ২৫০৬ রান করেছেন। ১১১.৯৭ স্ট্রাইক রেট এবং গড় ৫২.২০।
অধিনায়ক রোহিতের সবচেয়ে বড় গুণ ছিল, নিঃস্বার্থ ভাবে দলের প্রয়োজনে রান করা। আর তা অত্যন্ত দ্রুতগতিতে করা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের ফাইনাল খেলার নেপথ্যে বড় অনুঘটকের কাজ করেছিল ওপেনিংয়ে নেমে ক্যাপ্টেন রোহিতের একের পর এক ঝোড়ো ইনিংস। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৫৯৭ রান করেছিলেন রোহিত।
অধিনায়ক হিসেবে মাত্র দু'জন ক্রিকেটারের ওয়ানডে-তে ডাবল সেঞ্চুরি করার নজির রয়েছে। একজন বীরেন্দ্র শেহওয়াগ। দ্বিতীয় জন রোহিত শর্মা। ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০৮ করে যান রোহিত। ২০১৭ সালে।
ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে রোহিতের শেষ দায়িত্ব ছিল ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই টুর্নামেন্টের পাঁচটি ম্যাচই তিনি জিতেছিলেন। ফাইনালে, রোহিত ৭৬ রান করে নিজের জন্য ম্যাচ সেরার পুরস্কার এবং ভারতের জন্য ট্রফি জিতেছিলেন।
Published By: Arpan DasPosted: 04:46 PM Oct 05, 2025Updated: 04:46 PM Oct 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
