Advertisement
পুরুষদেরও হয় মেনোপজ! ব্যাপারটা কী? রিয়ালিটি শোয়ে ব্যাখ্যা দিলেন সইফ-অক্ষয়
পুরুষেরও যে 'মনোপজ' হয়, তা অনেকেই জানেন না।
'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল' একটি জনপ্রিয় সেলিব্রেটি চ্যাট শো। বলিউড অভিনেত্রী কাজল এবং টুইঙ্কল খান্না এই জনপ্রিয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রচারিত এই টক শো-তে বলিউডের তারকারা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের অনেক অজানা ও 'আনফিল্টারড' কথা প্রকাশ্যে আনেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অক্ষয়কুমার ও সাইফ আলি খানের সঙ্গে আড্ডায় উঠে এল 'মেনোপজ' নিয়ে ভিন্নধর্মী এক আলোচনা। অভিনেত্রী টুইঙ্কল প্রশ্ন তোলেন, 'পুরুষেরাও কি মেনোপজ বিষয়টি নিয়ে ভাবেন? পুষদেরও কি মনোপজ হয়?' টুইঙ্কলের সুরে কাজলও বলেন, 'পুরুষেরাও নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়ে এ অবস্থায় মধ্যে দিয়ে যান? এজন্যই কি অ্যান্ড্রোপজ ফেস করতে হয় প্রত্যেক পুরুষকে?'
'মেনোপজ' শব্দটা শুনলেই সাধারণত মহিলাদের কথা মাথায় আসে। তবে পুরুষেরও যে মেনোপজ হয়, তা অনেকেই জানেন না।
সাধারণত ৪০ থেকে ৫০ বছরের মহিলাদের টানা এক বছর পিরিয়ড না হলে, ঋতু বন্ধ হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। মহিলাদের ডিম্বাশয় নিষ্কিয় হয়ে পড়ার সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে।
অবশ্য শুধু মহিলাদের নয়, পুরুষদেরও 'মেনোপজ' দেখা যায়। পুরুষের ক্ষেত্রে ৩০ বছর অতিক্রান্ত হওয়ার পরই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে টেস্টোস্টেরন ক্ষরণ ধীরে ধীরে কমতে শুরু করে। এভাবে একটা সময় পুরুষদের জীবনেও দেখা দেয় মেনোপজ। বিজ্ঞানের পরিভাষায় একেই 'অ্যান্ড্রোপজ' বলে। গবেষণায় দেখা গেছে ৭০ বছর বয়েসে এসে পুরুষের শরীরের টেস্টোস্টেরণ হরমোনের উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পায়।
মহিলাদের ঋতুবন্ধের মতো পুরুষদের অ্যান্ড্রোপজ অবশ্য শুধু বয়স বাড়ার উপরই নির্ভর করে না। ডায়াবেটিস, অবসাদ, ক্লান্তি, দুর্বলতা ও কিছু রোগের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে টেস্টোস্টেরন উৎপাদন ক্ষমতা কমে গেলে বয়সের আগে অ্যান্ড্রোপজ দেখা দিতে পারে।
মেনোপজের তুলনায় অ্যান্ড্রোপজ অনেক ধীর প্রক্রিয়ায় সংঘটিত হয়। মেনোপজের ক্ষেত্রে মহিলাদের ডিম্বাশয় পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়ে। অ্যান্ড্রোপজে শুক্রাশয় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয় না। কেবল টেস্টোস্টেরন উৎপাদন কমে আসে।
Published By: Buddhadeb HalderPosted: 02:31 PM Oct 10, 2025Updated: 10:38 PM Oct 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
