Advertisement
মহাসমারোহে ভবানীপুর ক্লাবে সংবর্ধনা সন্তোষজয়ীদের, ৩ লক্ষ টাকা পুরস্কার দিলেন টুটু বোস
রাজ্য সঙ্গীত 'বাংলার মাটি, বাংলার জল' গেয়ে এদিনের অনুষ্ঠান শেষ হয়।
সন্তোষ জয়ের পর এই মুহূর্তে বাংলার ফুটবলে উৎসবের আবহ। এই আবহেই বুধবার বিকেলে ময়দানের ক্লাব তাঁবুতে সন্তোষ জয়ী বাংলা দলকে সংবর্ধনা দিল ভবানীপুর ক্লাব। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
'মোহনবাগানের ঘরের ছেলে' সুব্রত ভট্টাচার্য উপস্থিত ছিলেন অনুষ্ঠান মঞ্চে। তাঁকে বরণ করেন মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষ। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
ভবানীপুর ক্লাবে খেলা মোট ৫ জন ফুটবলার ছিলেন সন্তোষজয়ী দলে। মদন মান্ডি, বাসুদেব মান্ডি, রবিলাল মান্ডি, বিক্রম প্রধান-সকলেই খেলেছেন ভবানীপুরের জার্সিতে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
সন্তোষজয়ী দলের হাতে ৩ লক্ষ টাকা পুরস্কার তুলে দেয় ভবানীপুর ক্লাব। কোচ সঞ্জয় সেন, অধিনায়ক চাকু মান্ডি-সহ গোটা বাংলা দল উপস্থিত ছিল এদিনের অনুষ্ঠানে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
৮ বছরের খরা কাটিয়ে সন্তোষ জয়ের যাবতীয় কৃতিত্ব ফুটবলারদেরকেই দেন সঞ্জয়। তাঁর মতে, প্রতিভাকে চিনে নিয়ে তাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। বাকি সমস্ত কিছুই করেছেন ফুটবলাররা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও মঞ্চে ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফেরার পরে একের পর এক সংবর্ধনা পাচ্ছে বাংলা দল। তবে চাকুদের জন্য কোচের সতর্কবাণী, এত উচ্ছ্বাসে যেন মাথা ঘুরে না যায়। ফোকাস নষ্ট করা চলবে না। ছবি: কৌশিক দত্ত।
Published By: Anwesha AdhikaryPosted: 07:12 PM Jan 08, 2025Updated: 07:12 PM Jan 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
