Advertisement
সামার লুকে হট টলিডিভা, ক্যাপশনে প্রিয়জনকে বিশেষ বার্তা দিয়েই দিলেন 'সিঙ্গল' সৌরসেনী?
সবুজ পোশাকে চিরসবুজ সৌরসেনী। দেখে নিন অভিনেত্রীর এই ছবিগুলো।
'নট ইয়োর অ্যাভারেজ গ্রিন ফ্ল্যাগ'- ইনস্টাগ্রামে এমন ক্যাপশন দিয়েই হঠাৎ একগুচ্ছ ছবি পোস্ট করলেন মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র।
প্রধানত সম্পর্কের ক্ষেত্রে এই 'গ্রিন ফ্ল্যাগ' বা 'রেড ফ্ল্যাগ' ব্যবহার করা হয়ে থাকে। তাহলে হঠাৎ এমন ক্যাপশন কেন দিলেন সৌরসেনী?
তাহলে তাঁর লাভ লাইফ কি কোনও নতুনদিকে মোড় নিয়েছে? নাকি এমন ক্যাপশনের মাধ্যমে কারোর দিক অভিযোগের তির ছুঁড়লেন তিনি?
ক্যাপশনের সঙ্গে সৌরসেনীর পোশাকেও রংমিলান্তি। এক্কেবারে সবুজ রংয়ের পোশাকে সেজেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, পোশাক, জুতো সবেতেই রয়েছে নানা রংয়ের মেলা। চোখের চাহনি থেকে শরীরী ভঙ্গি সব মিলিয়ে আবেদনময়ী সৌরসেনী।
সৌরসেনীর সম্পর্ক নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন হলেও সেসব নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। আপাতত ব্যস্ত চুটিয়ে কাজ করতে।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি' আমার বস'। রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সৌরসেনি এই ছবিতে। তাঁর ফিল্মি কেরিয়ারে এ এক বিরাট প্রাপ্তি। ছবি: ইন্সটাগ্রাম
খন্ডালার যে ফার্মহাউসে মেয়ে আথিয়া শেট্টির সঙ্গে কেএল রাহুলের বিয়ে দিয়েছিলেন সুনীল শেট্টি, সেই বাগানবাড়ি নিয়ে উত্তরোত্তর কৌতূহল বেড়েছে। নেপথ্যে চোখধাঁধানো অন্দরসজ্জা। জানা গেল, ছেলে 'জাহানে'র নামানুসারে সেই বাংলোর নাম রেখেছেন জাহাঁ। যার বর্তমান বাজারদর ২০ কোটি টাকা। (ছবি- সংগৃহীত)
সমর্থক তিনি আরসিবির। কিন্তু এসেছেন এক্কেবারে পাঞ্জাবি বেশে। ক্রিস গেইলকে চিনতে পারছেন তো? বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে মুখিয়ে রয়েছেন দলের প্রাক্তন তারকা।
বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দিরের মূল নকশা ১৯৮৮ সালে আমেদাবাদের আশিস সোমপুরার তৈরি করেন। ঐতিহ্যবাহী নাগারার আদলে (উত্তর ভারতের মন্দির শৈলী) তৈরি করা হয় অযোধ্যার রামমন্দির। পূর্ব-পশ্চিমে রামমন্দিরের দৈর্ঘ্য ৩৮০ ফুট। চওড়া ২৫০ ফুট। উচ্চতা হল ১৬১ ফুট। অযোধ্যার রামমন্দিরে মোট ৩৯২টি পিলার এবং ৪৪টি দরজা রয়েছে। ২.৭ একর জমিতে রামমন্দির নির্মাণ করা হয়েছে। রামমন্দির নির্মাণে খরচ পড়েছে মোট ১৮০০ কোটি টাকা। আট ফুটের রামলালার মূর্তি নির্মাণ করেন ভাষ্কর অরুণ যোগীরাজ। রাজনীতিবিদ ও বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের উপস্থিতিতে গত বছর ধুমধাম করে হয় রামমন্দিরের উদ্বোধন।
Published By: Arani BhattacharyaPosted: 04:58 PM Jun 03, 2025Updated: 09:53 PM Jun 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
