Advertisement
'লাপাতা লেডিজ'-এর পুষ্পা রানির লাজের বাঁধন হল আলগা! HOT অবতারে চমক নায়িকার
শিমলার এই মেয়ের নাম জানেন?
চলতি বছরের অন্যতম সেরা সিনেমা 'লাপাতা লেডিজ'। একথায় অনেকেই সায় দেবেন। তাতেই পুষ্পা রানি ওরফে জয়ার চরিত্রে নজর কেড়েছেন প্রতিভা রাণ্টা।
অভিনয়ে প্রতিভার কতটা প্রতিভা রয়েছে তার প্রমাণ 'লাপাতা লেডিজ'। এই প্রতিভাই আবার সোশাল মিডিয়ায় বোল্ড অ্যান্ড বিন্দাস। লাজের আগল খুলে মুক্ত পাখির মতো সেখানে তাঁর বিচরণ।
শিমলার মেয়ে প্রতিভা। একেবারে 'স্মল-টাউন গার্ল' যাঁকে বলে। কিন্তু স্বপ্ন তাঁর ছিল বড়। যার জন্য এই গ্ল্যামার দুনিয়ার এই বিশাল ছাদের প্রয়োজন।
অভিনয়ের তাগিদেই প্রতিভার মুম্বইয়ে আসা। সিরিয়ালের মাধ্যমে কেরিয়ার শুরু করেন প্রতিভা। 'কুরবান হুয়া', 'আধা ইশক' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
Published By: Suparna MajumderPosted: 01:25 PM May 04, 2024Updated: 01:25 PM May 04, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ