Advertisement
যৌন আবেদনে আগুন ধরাতেন পর্দায়! জনপ্রিয়তা পেয়েও আজ অন্তরালে যে নায়িকারা
কোন কোন নায়িকা রয়েছেন এই তালিকায়? দেখে নিন।
বিনোদুনিয়ায় কঠোর পরিশ্রমের পর সাফল্য মেলা যেমন কঠিন তেমনই সেই সাফল্যকে ধরে রাখা ততোধিক কঠিন। যাঁরা তা পেরেছেন তাঁরা আজ দর্শকের মনে রাজত্ব করছেন আর যাঁরা তা পারেননি তাঁরা চলে গিয়েছেন অন্তরালে। বলিউডে এহেন নায়িকার সংখ্যা কম নয়। অভিনয় হোক বা যৌন আবেদন,একসময়ে পর্দায় ঝড় তোলা নায়িকারা জনপ্রিয়তা পেয়েও চলে গিয়েছেন লোকচক্ষুর অন্তরালে। কোন কোন নায়িকারা রয়েছেন সেই তালিকায়?
যৌন আবেদনে একসময়ে পর্দায় আগুন ধরিয়েছিলেন তনুশ্রী দত্ত। ইমরান হাসমির সঙ্গে 'আশিক বানায়া আপনে' ছবিতে সাহসী দৃশ্যে রীতিমতো আগুন ধরিয়েছিলেন তিনি। বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পর হঠাৎ করেই বলিউড থেকে উধাও হয়ে যান । তবে বহু বছর পর 'মি টু' বিতর্কে শিরোনামে উঠে এসেছিলেন তনুশ্রী।
ইমরান হাসমির আরও এক নায়িকা উদিতা গোস্বামীর ক্ষেত্রেও বিষয়টা একই। 'জেহর', 'অকসর'-এর মতো একাধিক ছবিতে আবেদনময়ী হয়ে ধরা দিলেও পরবর্তীতে তাঁকে সেভাবে আর পাওয়া যায়নি পর্দায়। একসময়ে বলিউড থেকে সরে যান উদিতা।
'মার্ডার', 'খোয়াইশ'-এর মতো ছবি মল্লিকা শেরাওয়াতকে 'সেক্স সিম্বল' হিসেবে দর্শকের কাছে পরিচিত করেছিল। আইটেম নম্বরেও ঝড় তুলতেন মল্লিকা। সেই নায়িকাও তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর সরে যান বিনোদুনিয়া তথা বলিউড থেকে।
'আপনা সপনা মানি মানি', 'নো এন্ট্রি'-এর মতো ছবিতে হটনেসের দিক থেকে তাক লাগিয়েছেন সেলিনা জেটলি। বহু ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পেয়েও অভিনয়জীবন থেকে সরে যান সেলিনা।
এই তালিকায় রয়েছেন আরও এক অভিনেত্রী অন্তরা মালি। পর্দায় লাস্যময়ীরূপে সকলকে তাক লাগিয়েছেন অন্তরা। পরে সরে যান বলিউড থেকে।
তবে শুধুই যৌন আবেদনের দিক থেকেই নয়। অভিনয়েও দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এমন অনেক নায়িকা যারা পরে বলিউড ত্যাগ করেন। তাঁদের মধ্যে রয়েছেন আয়েশা টাকিয়া।
প্রথম দর্শনে তাঁকে দেখে মনে হয় যেন স্বয়ং ঐশ্বর্য। তিনি স্নেহা উল্লাল। সলমনের ছবিতে ডেবিউ করেন স্নেহা। রাইসুন্দরীর মতো মুখের আদল হওয়ায় দর্শকের কাছে খুব কম সময়ে জনপ্রিয়তা পেয়েও টিকে থাকতে পারেননি বিনোদুনিয়ায়। ছবি: সোশাল মিডিয়া
Published By: Arani BhattacharyaPosted: 07:33 PM Jan 01, 2026Updated: 01:37 PM Jan 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
