Advertisement
'হাম একবার জিতে হ্যায়' থেকে কিকিকিরণ..., শাহরুখের সেরা সংলাপগুলির মধ্যে আপনার প্রিয় কোনটি?
শাহরুখের ছবির আইকনিক সংলাপগুলি আজও পছন্দের শীর্ষে।
রবিবার, ২ নভেম্বর ষাট বছরে পা রাখলেন কিং খান। আসমুদ্রহিমাচল বলিউডের বাদশাতেই মজে বছরের পর বছর। শাহরুখের তুলনা শাহরুখ নিজেই। এদিন তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছেন বলিউড ও টলিউডের একাংশ।
কাজল থেকে অনুপম খের, শিল্পা শেট্টি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শারুখকে। ভাগ করে নিয়েছেন তাঁর সঙ্গে অদেখা ছবি।
শাহরুখকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ তাঁর দিনে ফিরে দেখা শাহরুখের চলচ্চিত্রময় জীবনের আইকনিক সংলাপগুলি।
'দিল তো পাগল হ্যায়' ছবিতে করিশ্মা কাপুর মাধুরি দীক্ষিতের সঙ্গে রাহুল চরিত্রে শাহরুখ যেন আজও দাগ কাটে অনুরাগীদের মনে। তাঁর এই ছবির 'রাহুল, নাম তো শুনাহি হোগা' আইকনিক সংলাপ আজও সমানভাবে জনপ্রিয়।
'কিসি চিজ কো আগর দিল সে চাহ তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি কৌশিস মে লাগ জাতি হ্যায়', 'ওম শান্তি ওম' ছবির এই আইকনিক সংলাপ যেন হুবহু শারুখের জীবনের সঙ্গে মিলে যায়।
রাজ-সিমরণের সেই অমর প্রেমকাহিনি আজও যেন সকলের প্রেমে পথ দেখায়। 'ডিডিএলজে' ছবির সেই আইকনিক সংলাপ 'বড়ে বড়ে দেশো মে অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি রহতি হ্যায়' কার না মনে রয়েছে আজও?
ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে নয়ের দশকে মুক্তি পেয়েছিল 'কুছ কুছ হোতা হ্যায়', শাহরুখের সেই ছবির আইকনিক সংলাপ 'হাম একবার জিতে হ্যায়, একবার মরতে হ্যায়, শাদি ভি একবার হোতি হ্যায় আউর প্যায়ার...' আজও বড় পছন্দের সকলের।
Published By: Arani BhattacharyaPosted: 07:13 PM Nov 02, 2025Updated: 07:13 PM Nov 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
