Advertisement
দলের সঙ্গেই গুয়াহাটি যাচ্ছেন গিল, ঘাড়ের চোট সারিয়ে দ্বিতীয় টেস্টে নামতে পারবেন?
গিল না খেললে কাকে খেলানো হতে পারে?
রবিবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল। মনে করা হচ্ছে, ঘাড়ের চোটের জন্য ইডেন টেস্টে তাঁর না থাকা ভারতের পরাজয়ের ক্ষেত্রে প্রভাব ফেলেছে।
কিন্তু পরের টেস্ট গুয়াহাটিতে কি খেলতে পারবেন ভারত অধিনায়ক? সেটা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। তবে দলের সঙ্গে গুয়াহাটিতে যাচ্ছেন শুভমান। আর গিল না খেললে সাই সুদর্শন বা দেবদত্ত পাড়িক্কলকে খেলানো হতে পারে। তবে পাল্লা ভারী দেবদত্তের দিকেই।
শনিবার সকালে ব্যাট করার সময় ঘাড়ে চোট পান তিনি। দীর্ঘ সময় ‘নেক কলার’ পরে অপেক্ষা করলেও, অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় গিলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্সে করে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শুভমান গিলকে। ইডেন টেস্টে আর খেলতে পারেননি তিনি। তবে রবিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
আরও তিন-চারদিন চিকিৎসার মধ্যেই থাকবেন তিনি। চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ঘাড় ঘোরাতে পারবেন না তিনি। এরপর রিহ্যাব শুরু হবে তাঁর।
পরের টেস্ট ২২ নভেম্বর। ইডেন টেস্ট তিনদিনে শেষ হয়ে যাওয়ায় বাড়তি দু’দিন পাওয়া গিয়েছে। জিতলে হয়তো কয়েকজনকে ছুটি দেওয়া হতে পারত। কিন্তু এখন কোনও ছুটি নয়। সব ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার ইডেনেই অনুশীলন করবে ভারতীয় দল। ১৯ নভেম্বর ভারতীয় দলের সঙ্গে গুয়াহাটিতে যাওয়ার কথা রয়েছে ভারতের অধিনায়ক শুভমান গিলের। কিন্তু দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না বলেই ধরা হচ্ছে। আগামী কয়েকদিন তাঁর শারীরিক অবস্থা কীরকম থাকে, তার উপর গিলের খেলা নির্ভর করছে।
Published By: Arpan DasPosted: 06:03 PM Nov 17, 2025Updated: 06:59 PM Nov 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
