Advertisement
স্মৃতির গাউন পরা ছবি নিয়ে 'নোংরামি', শরীরের গঠন নিয়ে কটূক্তি! রুখেও দাঁড়ালেন কেউ কেউ
ব্যক্তিগত ধাক্কা সামলে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে ফিরতে চলেছেন ভারতীয় ওপেনার।
ব্যক্তিগত ধাক্কার পর ঘুরে দাঁড়াতে মরিয়ে স্মৃতি মন্ধানা। ফিরে আসার লক্ষ্যে অনুশীলন শুরু করেছেন। বিশ্বকাপের পর রবিবার, ২১ ডিসেম্বর প্রথমবার মাঠে নামবে ভারতীয় মহিলা দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই সিরিজে রান করে দেশকে জেতাতে মরিয়া স্মৃতি।
তাঁর সাম্প্রতিক পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 'জীবনের ঝলক' শিরোনাম দিয়ে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যা সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। তবে দুর্ভাগ্যের বিষয়, স্মৃতির গাউনের ছবি দেখে অনেকেই আপত্তিজনক মন্তব্য করেছেন। এমনকী শরীরের গঠন নিয়ে কটূক্তিরও শিকার হতে হয়েছে স্মৃতিকে।
সম্প্রতি বেঙ্গালুরু প্যালেসে ওয়ানপ্লাস লঞ্চ ইভেন্টে যোগ দিয়েছিলেন স্মৃতি। সেখানকার ছবিতে দেখা যাচ্ছে, সাদা গাউন পরেছিলেন তিনি। যা দেখে নেটিজেনরা প্রশংসা করছেন। ভক্তদের মন্তব্য, এই পোশাকে স্মৃতিকে সাহসী এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছে। তবে অনেকেই অনেক ইউজার রীতিমতো অশ্লীল মন্তব্য করেছেন।
এক নেটিজেন বলে বসেন, 'এবার আমরা বুঝতেই পেরেছি পলাশ, তোমার কোনও দোষ ছিল না।' তবে এমন ট্রোলের কট্টর জবাব দিয়েছেন অনেকেই। তবে রুখেও দাঁড়িয়েছেন কেউ কেউ। তাঁরা বলছেন, এমন ধরনের মন্তব্য 'নারীবিদ্বেষী' এবং 'অসম্মানজনক'।
একজনের মন্তব্য, 'পেস বোলিংয়ের মুখোমুখি হতে শক্তি এবং সাহস লাগে। চেহারা নয়, স্মৃতিকে সংজ্ঞায়িত করে তাঁর ক্রিকেট রেকর্ড।' আরেক নেট নাগরিকের মন্তব্য, 'পুরুষ ক্রিকেটাররা যখন কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকেন, সেই সময় তো কেউ তাদের শরীর নিয়ে মন্তব্য করেন না। তাহলে মহিলাদের জন্য কেন এমন ব্যতিক্রমী ঘটনা ঘটবে?'
আরও এক ইউজারের মন্তব্য, 'ভাইরাল ছবি দিয়ে নয়, রান, রেকর্ড এবং ম্যাচ জেতানো ইনিংস দিয়ে তাঁকে বিচার করুন।' অনেকেই বলছেন, বিসিসিআই যেখানে 'সমান ম্যাচ ফি' নীতি চালু করেছে, সেখানে এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।
গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তখনই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। পরদিন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় পলাশকেও। প্রায় তিনদিন চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছাড়া পান দু’জনে। তবে এই সময়ের মধ্যেই জল্পনা ছড়ায়, বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। শেষ পর্যন্ত সেই বিয়েও ভেঙে যায়।
তবে ক্রিকেটকে সম্বল করে হৃদয়ভঙ্গের যন্ত্রণা ভুলতে চান স্মৃতি। সেই মতোই অনুশীলনে নেমে পড়েছেন। সেই মতোই অনুশীলনে নেমে পড়েছেন। আর রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছেন এক নম্বর ওয়ানডে ক্রিকেটার।
নোবেল শান্তি পুরস্কার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমস্ত আশায় জল ঢেলে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার প্রাপক হিসেবে নাম ঘোষণা করা হয় মারিয়া করিনা মাচাদোর। ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মারিয়াকে বলা হয় ‘ভেনেজুয়েলার লৌহমানবী’। গত বছর ভেনেজুয়েলার নির্বাচনের পর থেকেই অন্তরালে রয়েছেন তিনি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রবল বিরোধী এই নেত্রীকে নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল কমিটির তরফে।
SCO বৈঠকে চিন-ভারত পাশাপাশি: ট্রাম্পের শুল্ক কোপের মাঝেই এই বছর এক ভিন্ন ছবি ধরা পড়ে চিনে আয়োজিত এসসিও বৈঠকে। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসারিতে হাসিমুখে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এই বৈঠকে চিন-ভারতের এই ঘনিষ্ঠতা আমেরিকার কূটনৈতিক অঙ্কের যাবতীয় হিসেব উলটে পালটে করে দেয়। দুই দেশ একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার বার্তা দেয়।
নতুন পোপ চতুর্দশ লিও: বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। নির্বাচিত হওয়ার পর পোপ চতুর্দশ লিও নামে পরিচিত হন তিনি। রবার্ট ফ্রান্সিস প্রথম কার্ডিনাল, যিনি আমেরিকা থেকে পোপ নির্বাচিত হলেন। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর ৮ মে ভ্যাটিকানের ভোটাভুটিতে পোপ হিসেবে নির্বাচিত হন তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 02:30 PM Dec 21, 2025Updated: 07:31 PM Dec 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
