Advertisement
অক্টোবরেই তুষারপাত সিকিমে, বরফ ঢাকা রাস্তায় ঘুরে উচ্ছ্বসিত পর্যটকরা
উত্তর সিকিমে লাচুংয়ে তুষারপাত।
বর্ষা বিদায় নিয়েছে দেশ থেকে। শীতের মরশুম শুরু হচ্ছে। সমতলে এখনও সেই ভাবে ঠান্ডা অনুভব না হলেও, পাহাড়ের আবহাওয়া ইতিমধ্যেই বদলে গিয়েছে। অক্টোবরেই তুষারপাত দেখল নর্থ সিকিমের লাচুং।
শুক্রবার সকালে উত্তর সিকিমে লাচুং থানার অধীনে ইউমিসামডং এলাকা ও চুংথাং-এ ভারী তুষারপাত হয়েছে। চারিদিক বরফে ঢেকে গিয়েছে।
বাড়ি-ঘর রাস্তাঘাট, গাছপালা বরফে ঢেকেছে। যেন বরফের চাদর বিছিয়ে দিয়েছে কেউ। সেই অপরূপ দৃশ্যের স্বাক্ষী ঘুরতে যাওয়া পর্যটক ও স্থানীয়রা।
ছবির মতো সুন্দর হয়ে রয়েছে লাচুং। চারিদিক শ্বেতশুভ্র। পাহাড়ের চূড়া ঢেকেছে বরফে। সেই রূপ দেখতে সকাল থেকেই রাস্তায় বেরিয়েছেন পর্যটকরা।
এই তুষারপাতে স্বাভাবিকভাবেই খুশি সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা। তুষারপাতের পর এলাকায় বেরিয়ে অবাক তাঁরা। অপরূপ শোভা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তাঁরা।
Published By: Subhankar PatraPosted: 02:19 PM Oct 31, 2025Updated: 02:22 PM Oct 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
