Advertisement
২০২৬ বিশ্বকাপ থেকে বিরাট আর্থিক লাভ! কেরিয়ার 'সায়াহ্নে' কেন মায়ামিতে দীর্ঘ চুক্তি মেসির?
ইন্টার মায়ামির সঙ্গে আরও ৩ বছরের চুক্তিবৃদ্ধি করেছেন লিওনেল মেসি।
ইন্টার মায়ামির সঙ্গে আরও ৩ বছরের চুক্তিবৃদ্ধি করলেন লিওনেল মেসি। অর্থাৎ ২০২৮ পর্যন্ত আমেরিকার ক্লাবে খেলতে পারেন আর্জেন্তিনীয় কিংবদন্তি। তখন মেসির বয়স হবে ৪১। সত্যিই কি আরও তিনবছর খেলার জন্য চুক্তি বাড়ালেন? নাকি নেপথ্যে আছে অন্য অঙ্ক?
মরশুম শেষে অবসর নেবেন জর্ডি আলবা, সের্জিও বুস্কেটস। দুজনেই বার্সেলোনায় মেসির দীর্ঘদিনের সতীর্থ ছিলেন। তাঁরা সরে যাওয়ার অর্থ মায়ামির জার্সিতে মেসি অনেকটাই 'একা' হয়ে যাবেন। লুইস সুয়ারেজও কেরিয়ারের সায়াহ্নে। এই পরিস্থিতিতে একবছরের বদলে মেসির তিনবছরের চুক্তিবৃদ্ধিতে অনেকেই অবাক হয়েছেন।
তবে ওয়াকিবহাল মহল ততটাও অবাক নয়। এক এক করে কারণ আলোচনা করা যাক। মেসির চুক্তিবৃদ্ধির ঘোষণা ইন্টার মায়ামির নতুন নির্মীয়মাণ স্টেডিয়ামের সামনে। যা ইঙ্গিতবহ। আমেরিকার ক্লাব যে 'প্রতিজ্ঞা' করেছিল, তা পূরণ হবে। ২৫০০০ দর্শকাসনের স্টেডিয়ামে ভবিষ্যতের প্রচার ও বর্তমানে বাজার মূল্য আকাশে তুলে ধরার জন্য মেসির উপস্থিতি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
পরের বছর আমেরিকার মাটিতে ফুটবল বিশ্বকাপ। মায়ামির মাঠেও বিশ্বকাপের ম্যাচ থাকবে। ট্রাম্প সরকার এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে অতিসক্রিয়। মায়ামি ও সংলগ্ন অঞ্চলে প্রচুর স্প্যানিশভাষী থাকেন। তাদের কাছে ফুটবলের উন্মাদনা বজায় রাখার জন্য ব্যবহৃত হবে মেসির নাম।
মেসি আসার পর ইন্টার মায়ামি ও এমএলএস দুটোর জনপ্রিয়তাই একধাক্কায় বেড়েছে। সঙ্গে বেড়েছে আর্থিক লাভ। ২০২৩-এ যেখানে ক্লাবের বাজার মূল্য ছিল ৬০০ মিলিয়ন মার্কিন ডলার, সেখানে ২০২৫-এ বাজার মূল্য হয় ১.২ বিলিয়ন। ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ থেকে ১ কোটি ৮০ লক্ষতে দাঁড়িয়েছে।
আরেকটি বিষয় হল এমএলএসের সম্প্রচার স্বত্ব। মায়ামির ম্যাচের ক্ষেত্রে একটু বেশিই 'যত্নবান' অ্যাপল টিভি। এমনকী বিশেষ 'মেসি ক্যাম' চালু করা হয়েছে। অ্যাপল টিভির সঙ্গে চুক্তি ২০২৬-এ শেষ হবে। অনেকের মতে মেসি যদি একবছর চুক্তি করতেন, তাহলে অ্যাপল নতুন চুক্তিতে আগ্রহ নাও দেখাতে পারত। মেসির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি মানে অ্যাপল টিভির জন্যও রাস্তা খোলা রইল।
২০২৮ পর্যন্ত মেসির ফুটবল খেলার সম্ভাবনা খুবই কম। তাঁর আগমনে বার্সেলোনার মূল প্লেয়ারদের মায়ামিতে আসার পথ সুগম হয়েছিল। এবছর এসেছেন আর্জেন্টিনা দলে তাঁর সতীর্থ রদ্রিগো দে পল। মনে করা হচ্ছে, বার্সেলোনার পর আর্জেন্টিনার ফুটবলারদের পরবর্তী গন্তব্য হতে পারে ইন্টার মায়ামি।
জানা যাচ্ছে, তিনবছরের চুক্তিতে মেসি মোট ৬২ মিলিয়ন মার্কিন ডলার পাবেন। অর্থাৎ ভারতীয় মুদ্রায় পাবেন ৫৪৪ কোটি টাকা। যা আগের বেতনের থেকে খুব বেশি হয়তো নয়। কিন্তু তারপর ক্লাবের মালিকানার এক অংশও পাবেন।
Published By: Arpan DasPosted: 09:21 PM Oct 24, 2025Updated: 09:21 PM Oct 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
