'মোহন রত্ন' সৌরভ, ছবিতে ছবিতে মোহনবাগান দিবসের উদযাপন
মোহনবাগান তাঁবুতে চাঁদের হাট।
Tap to expand
'মোহনবাগান রত্ন' সম্মানে ভূষিত সৌরভ গঙ্গোপাধ্যায়। আশাবাদী সৌরভ বলেন, ''১৬ বছরের ইয়ামাল যদি ইউরো কাপ খেলতে পারে, তাহলে ভারতও একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে।''
Tap to expand
সৌরভ গঙ্গোপাধ্যায় ও মোহনবাগান ক্লাব সভাপতি স্বপনসাধন বসু। ক্লাব সভাপতি নস্ট্যালজিক। বলছিলেন, ''স্পোর্টিং ইউনিয়নে না খেলে মোহনবাগানে খেলবে বলে এসেছিল ছেলেটা। অরুণ লালের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল সৌরভকে। তৎকালীন পুলিশ কমিশনার বীরেন সাহা আমাকে বলেছিলেন, তোমাকে তো গ্রেপ্তার করতে হবে। সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় তোমার নামে নালিশ করে বলেছেন, তুমি নাকি ওকে কিডন্যাপ করেছ।''
Tap to expand
মোহনবাগান দিবসে সম্মানিত হলেন সবুজ-মেরুন অন্ত প্রাণ সমর্থক বাপি মাজি। মোহনবাগান ক্লাব যেখানেই খেলতে যায়, তিনিই হয়ে ওঠেন দলের দ্বাদশ ব্যক্তি। সেরা সমর্থকের সম্মান তাঁকে তুলে দেওয়া হল এদিন। তাঁকে পুরস্কৃত করেন মোহনবাগানের সহ সভাপতি অরূপ রায়।
Tap to expand
মোহনবাগান তাঁর মননে, তাঁর চিন্তনে। ক্লাবের একনিষ্ঠ সমর্থক অজয় পাসোয়ানকে মোহনবাগান দিবসে সেরা সমর্থকের সম্মানে সম্মানিত করা হল।
Tap to expand
এক মরশুমে বারোশোর উপর রান করেছেন ঘরোয়া ক্রিকেটে। বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন অভিলীন ঘোষ। তাঁকে পুরস্কার তুলে দিচ্ছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ।
Tap to expand
বর্ষসেরা ফরোয়ার্ডের সম্মান প্রদান করা হল মনবীর সিংকে। তাঁর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ।
Tap to expand
লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হল প্রয়াত প্রাক্তন সবুজ-মেরুন অধিনায়ক বিমল মুখোপাধ্যায়কে। তিনি মোহনবাগানের প্রথম লিগ জয়ী অধিনায়ক। বিমলবাবু অমর একাদশের সদস্য মনমোহন মুখোপাধ্যায়ের পুত্র। পুরস্কার নিতে মঞ্চে বিমলবাবুর পুত্র নিখিল মুখোপাধ্যায় (ডানে)।
Published By: Krishanu MazumderPosted: 10:29 PM Jul 29, 2024Updated: 10:48 PM Jul 29, 2024
মোহনবাগান তাঁবুতে চাঁদের হাট।