Advertisement
২০০ ভাষায় কথা বলেন 'এআই সৌরভ'! নিজের নতুন অবতার দেখে হতবাক মহারাজ
কেকেআর থেকে ধোনি-নানা বিষয়ে এদিন আলোচনা করেন সৌরভ।
মহারাজের এআই অবতার! ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে অভিনব পদক্ষেপ করল 'আইকনজ'। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হল সৌরভের নতুন অবতার।
সৌরভের নতুন অবতারটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে ২০০টি ভাষায় কথা বলতে পারে এই অবতার। বিজ্ঞানের এমন কৃতিত্ব দেখে চমকে গিয়েছেন মহারাজ স্বয়ং।
এআই অবতার উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠান থেকে নানা বিষয়ে মন্তব্যও করেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। কেকেআর থেকে শুরু করে মোহনবাগান-খেলার দুনিয়া নিয়ে কথা বললেন সৌরভ।
Published By: Anwesha AdhikaryPosted: 09:09 PM Apr 10, 2025Updated: 09:09 PM Apr 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ