Advertisement
কমার্শিয়াল ছবির নায়িকা থেকে পরিণত 'পরিণীতা', জন্মদিনে লাইমলাইটে শুভশ্রীর পথচলা
ওড়িয়া ছবিতে হাতেখড়ি। 'ভায়া' তেলুগু হয়ে টলিউডের 'লেডি সুপারস্টার', একনজরে শুভশ্রীর ফিল্মোগ্রাফি।
অনুরাগীমহলের কাছে তিনি বাংলার 'লেডি সুপারস্টার'। বছর খানেক ধরেই একের পর এক ছবিতে ছকভাঙা চরিত্রে ধরা দিয়ে অভিনেত্রী হিসেবে নিজের জাত বুঝিয়ে দিয়েছেন। শুরুটা হয়েছিল ওড়িয়া ছবি 'মাতে তা লাভ হেলে রে' দিয়ে।
'স্টুডেন্ট নং ১' নামে একটি তেলুগু সিনেমা করেন শুভশ্রী। তার পর শিকে ছেড়ে টলিউডে। জিতের বোনের ভূমিকায় 'পিতৃভূমি'-তে টলিউড সফর শুরু। তারপর জিতের সঙ্গে জুটি বেঁধে 'বস', 'গেম' এবং 'অভিমান' একের পর এর হিট সিনেমা উপহার দিয়েছেন।
তবে টলিউড নায়িকা হিসেবে ২০০৮ সালে 'বাজিমাত' করেন। সেটা অবশ্য সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেধে। এরপরই শুরু হয় দেব-শুভশ্রীর ব্লকবাস্টার অধ্যায়। 'চ্যালেঞ্জ', 'পরাণ যায় জ্বলিয়া রে' থেকে 'ধূমকেতু' পর্যন্ত এই জুটির ৬টি ছবির ছয়টিই হিট।
শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশের বুকেও ঝড় তুলেছিলেন শুভশ্রী। তবে আদ্যোন্ত কমার্শিয়াল সিনেমার মুখ 'পরিণীতা'য় স্কুলছাত্রীর ভূমিকায় অভিনয় করে চমকে দেন।
তার পর কখনও রাজ চক্রবর্তীর পরিচালনায় 'ধর্মযুদ্ধ'তে ডিগ্ল্যাম ভূমিকায় অভিনয় করে চমকে দিয়েছেন তো কখনও বা ইন্দ্রদীপ দাশগুপ্তর 'বিসমিল্লাহ'তে অসম বয়সি প্রেমিকার ভূমিকায় নজর কেড়েছেন।
'বিসমিল্লাহ'র পর অবশ্য ইন্দ্রদীপ দাশগুপ্তর 'গৃহপ্রবেশ'-এও বাজিমাত করেছেন শুভশ্রী। তাঁর পারফরম্যান্স দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শক, সিনেবিশেষজ্ঞ।
তালিকায় অবশ্য ‘বিসমিল্লাহ’, ‘ধর্মযুদ্ধ’, ‘সন্তান’, ‘হাবজি গাবজি’, 'বাবলি'র মতো ছবিও রয়েছে। কখনও বিরোহিনী প্রেমিকার ভূমিকায়, কখনও অন্তঃসত্ত্বা স্ত্রী আবার কখনও বা মায়ের চরিত্রে, সব ভূমিকাতেই সমানভাবে লড়ে যাওয়া শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে অনুরাগীদের উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো।
তাঁর ঝুলিতেও বর্তমানে ডাকসাইটে সব সিনেমার চরিত্র। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে নটী বিনোদিনীর ভূমিকায় চমক দিয়েছেন শুভশ্রী।
শুভশ্রীর বিগত দেড় দশকের ফিল্মি কেরিয়ারে ফ্লপের সংখ্যাও তেমন নেই বললেও অত্যুক্তি হয় না। মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে 'সন্তান' ছবিতে উকিলের ভূমিকায় নজর কাড়েন তিনি।
কমার্শিয়াল ছবিতে দেব-জিতের সঙ্গে জুটি বেঁধে যেমন হিট সিনেমা উপহার দিয়েছেন, তেমনই আবার ছক ভেঙে দেবালয় ভট্টাচার্যের ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ দক্ষ অভিনেত্রীর পরিচয় দিয়েছেন।
‘পরিণীতা’র সময় থেকেই ভিন্ন স্বাদের সিনেমা-সিরিজে দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। কখনও ডিগ্ল্যাম চরিত্রে কখনও বা আবার বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সময়ের সঙ্গে, কাজের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তাঁর অনুরাগীর সংখ্যাও। অদিতি রায়ের পরবর্তী সিরিজ অনুসন্ধান-এ তিনি ক্রাইম জার্নালিস্টের ভূমিকায়। ঝলকে ইতিমধ্যেই নজর কেড়েছেন শুভশ্রী। জন্মদিনে ফিরে দেখা নায়িকা থেকে অভিনেত্রী হিসেবে শুভশ্রীর উত্থান কাহিনি।
Published By: Sandipta BhanjaPosted: 09:23 PM Nov 03, 2025Updated: 09:23 PM Nov 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
