Advertisement
কত মানুষ মরলে পরে..., মহাকাশ দেখল সুদানের রক্তগঙ্গা! আফ্রিকার দেশে গৃহযুদ্ধের বলি দেড় লক্ষ
সুদানের গৃহযুদ্ধে ইতিমধ্যে প্রাণ গিয়েছে ১৫০০০০ মানুষের।
ইজরায়েল-হামাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ ২০২৩ থেকে গৃহযুদ্ধে রক্তাক্ত সুদান, ইতিমধ্যে সেখানে প্রাণ গিয়েছে ১,৫০০০০ মানুষের। তারপরেও হেলদোল নেই বিশ্বশক্তিগুলির। এরমধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর একাধিক উপগ্রহচিত্র। মহাকাশ থেকেও ধরা পড়েছে উত্তর আফ্রিকার দেশটির বর্বর হিংসার ছবি। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে রক্তগঙ্গা!
গৃহযুদ্ধের নেপথ্যে দুই সশস্ত্র বাহিনী সুদানিস আর্মড ফোর্সেস (এসএএফ) এবং ব়্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর দুই জেনারেল---আবদেল আল ফতা আল বুরহান ও জেনারেল মহম্মদ হামদান দাগালো। এল ফাশের শহরে সাম্প্রতিক গণহত্যায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। সেনাঘাঁটি দখলের পর সুদানিস আর্মড ফোর্সেস নিরস্ত্র সাধারণ মানুষকে বেপরোয়াভাবে খুন করে। এই গণহত্যার রক্তের ছবিই উপগ্রহচিত্রে ধরে পড়েছে।
সুদান সেনার (এসএএফ) জেনারেল আবদেল আল ফতা আল বুরহান ও দেশের আধাসামরিক বাহিনীর (আরএসএফ) প্রধান জেনারেল মহম্মদ হামদান দাগালো... দুজনের বিরুদ্ধেই মানবাধিকার ভঙ্গ, লুটতরাজ, নৃশংসতা ও ধর্ষণে মদতের অভিযোগ রয়েছে। উত্তর আফ্রিকার দেশটিতে দিনের পর দিন ধরে অরাজকতা চালাচ্ছেন তাঁরা।
সুদানকে কার্যত নরকে পরিণত করার ফলে আরএসএফ এবং সুদানের সামরিক বাহিনী উভয়ই বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযুক্ত। রাষ্ট্রসংঘের তরফে বারবার এই দুই সেনাবাহিনীকে নিজেদের মধ্যে সংঘর্ষ থামানোর আবেদন জানানো হলেও কেউ তা কানে তোলেনি। বরং আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে লাগাতার নাগরিকদের হত্যা করার অভিযোগ উঠেছে এঁদের বিরুদ্ধে।
বিবিসি সূত্রে খবর, আফ্রিকার দেশটিতে চলা এই গৃহযুদ্ধের জেরে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে অন্তত ১ কোটি ৪০ লক্ষ মানুষ। প্রাণ বাঁচাতে অনেকেই পড়শি দেশ চাদে আশ্রয় নিয়েছে। নিয়মতিভাবে দারফুরে গণহত্যা চালাচ্ছে ‘ব়্যাপিড সাপোর্ট ফোর্স’ ও তাদের সঙ্গী আরব মিলিশিয়াগুলো। মূলত অমুসলিমদের নিশানা করছে তারা। ধর্ষণকে যুদ্ধের হাতিয়ার করা হচ্ছে।
Published By: Kishore GhoshPosted: 05:49 PM Nov 04, 2025Updated: 06:22 PM Nov 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
