Advertisement
সমাপ্তি অনুষ্ঠান মাতালেন সুনিধি, দর্শকাসনে রোহিত-শচীন, সমর্থকদের 'উপহারে' চোখে জল স্মৃতিদের
মাঠে বিশ্বকাপ ট্রফি হাতে প্রবেশ করেন মাস্টার ব্লাস্টার।
মহিলা বিশ্বকাপের ফাইনালের মঞ্চে কার মাথায় উঠবে সেরার শিরোপা। বিশ্বজয় করবে কোন দল? ভারত নাকি দক্ষিণ আফ্রিকা! সেই উত্তর খুঁজতেই ডিওয়াই পাটিল স্টেডিয়াম ভরিয়েছিলেন সমর্থকরা। আর সেখানেই তাঁরা সাক্ষী থাকলেন দুর্দান্ত কিছু মুহূর্তের।
হরমনপ্রীতদের লড়াই দেখতে মাঠ ভরিয়েছিলেন দর্শকরা। তবে তাঁরা যা করলেন, তাতে ম্যাচ শুরুর আগেই চোখে জল আসে স্মৃতি-জেমাইমাদের। হরমনদের সঙ্গে গোটা স্টেডিয়াম একসঙ্গে গাইলেন দেশের জাতীয় সঙ্গীত। এহেন দৃশ্য অনুভব করে আবেগে ভাসেন ক্রিকেটাররা।
রবিবাসরীয় বিকেলে মুম্বইয়ের স্টেডিয়ামে রীতিমতো চাঁদের হাট। শচীন তেণ্ডুলকর থেকে ঝুলন গোস্বামী, কে নেই। শুরুতেই বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান জমিয়ে দেন সুনিধি চৌহান। গত ৩০ সেপ্টেম্বর অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে একেবারে বাঙালি কন্যার সাজে সেজেছিলেন শ্রেয়া। এবার নীল লেহেঙ্গায় ধরা দিলেন সুনিধি।
মহিলাদের চূড়ান্ত লড়াই শুরুর আগে মাঠে বিশ্বকাপ ট্রফি হাতে প্রবেশ করেন মাস্টার ব্লাস্টার। সাদা শার্ট কালো ব্লেজারে শচীনকে আরও একবার মাঠে দেখে মুগ্ধ সমর্থকরা। সুনিধির সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে।
ঘরের মাঠে স্ত্রী ঋতিকাকে নিয়ে খেলা দেখতে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও। শেফালি-দীপ্তিদের ব্যাটিং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন তাঁরা।
Published By: Sulaya SinghaPosted: 10:01 PM Nov 02, 2025Updated: 10:59 PM Nov 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
