Advertisement
চর্চায় টেলর-ট্রাভিসের বাগদানের গয়না, দামে রোনাল্ডোর বাগদত্তার আংটিকেও টেক্কা?
ইনস্টার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এই গায়িকা।
নেটদুনিয়ায় আবারও টেলর সুইফট নিয়ে আলোচনায় মজেছেন নেটিজেনরা। এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বাগদানের পর সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। আর তাতেই গড়ে ফেললেন দ্বিতীয় দ্রুততম পোস্ট হিসাবে ১ কোটি লাইক পাওয়ার নজির।
দ্রুততম লাইক পাওয়ার ব্যাপারে তিনি পিছনে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। মঙ্গলবার পোস্ট করার মাত্র ১ ঘণ্টা ৫ মিনিটে তাঁর বাগদানের ছবিটি ছুঁয়ে ফেলে লাইক পাওয়ার এই নজির।
রোনাল্ডোর বিখ্যাত দাবা খেলার ছবি এই মাইলফলকে পৌঁছেছিল ২ ঘণ্টা ১০ মিনিটে। পর্তুগিজ মহাতারকাকে এক্ষেত্রে পিছনে ফেলে সুইফট এখন ইনস্টাগ্রামের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম।
রোনাল্ডোকে পরাস্ত করতে পারলেও দ্রুততম রেকর্ড কিন্তু মেসির দখলে। ২০২২ বিশ্বকাপ জয়ের পর তাঁর পোস্ট মাত্র ৩৯ মিনিটে ১ কোটি লাইক স্পর্শ করেছিল। পোস্টটি সব মিলিয়ে ৭ কোটি ৪৫ লক্ষের বেশি লাইক পেয়েছিল। যা ইনস্টার ইতিহাসে সর্বোচ্চ লাইক পাওয়া ছবি।
দু'বছর ধরে কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসের সঙ্গে প্রেম বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী টেলর সুইফটের। সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে বাগদানের ঘোষণা করেছেন তিনি। তাঁদের একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।' এরপর নেট নাগরিকদের নজর গিয়েছে গায়িকার এনগেজমেন্ট আংটির দিকে।
চোখধাঁধানো এই আংটির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। এর দাম প্রায় ৫,৫০,০০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪.৮ কোটি টাকা। আংটিটি ১৮ ক্যারেট হলুদ সোনায় বসানো ৮ ক্যারেটের ভিনটেজ ধাঁচের ওল্ড মাইন ব্রিলিয়ান্ট কাট হিরে দিয়ে তৈরি। যা ভিনটেজ স্টাইলের। এর ডিজাইন করেছেন আর্টিফেক্স ফাইন জুয়েলারির কাইন্ড্রেড লুবেক।
১১ আগস্ট বাগদানের ঘোষণা করেছেন রোনাল্ডোও। জর্জিনা রডরিগেজকে দেওয়া আংটিটি ছিল ৩৭ ক্যারেটের। আংটির দৈর্ঘ্য লম্বায় প্রায় পাঁচ সেন্টিমিটার। মাঝে রয়েছে ডিম্বাকৃতি একটি বড় হিরে। তার দু'পাশে আরও দু'টি হিরে, কিছুটা ছোট মাপের। গয়না বিশেষজ্ঞদের একাংশের মতে, বড় হিরেটি অন্তত ২৫ থেকে ৩০ ক্যারেটের। আবার কারওর মতে, হিরেটি ১৫ ক্যারেটের। তবে দু'পাশে থাকা হিরে দু'টি সম্ভবত ১ ক্যারেটের।
Published By: Prasenjit DuttaPosted: 07:36 PM Aug 28, 2025Updated: 07:36 PM Aug 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
