Advertisement
দ্বিতীয় টি-২০'র আগে খোশমেজাজে ভারতীয় দল, কেমন থাকবে মেলবোর্নের আবহাওয়া?
বিমানবন্দরে পাঞ্জাবের তিন ক্রিকেটারের রসিকতার দৃশ্য নজর এড়ায়নি।
ওয়ানডে সিরিজ হারের পর টি-২০ সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা ছিল ভারতীয় দলের সামনে। কিন্তু সেই সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। এবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মেলবোর্ন পৌঁছেছেন সূর্যকুমার যাদবরা।
ক্যানবেরার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর অনেকেরই প্রশ্ন, কেমন থাকবে মেলবোর্নের আবহাওয়া? যা পূর্বাভাস, তাতে ম্যাচের সময় আকাশ অংশত মেঘলা থাকলে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা কম।
ভারতীয় দল মেলবোর্নে পৌঁছানোর পর বিমানবন্দরে পাঞ্জাবের তিন ক্রিকেটারের রসিকতার দৃশ্য নজর এড়ায়নি। অভিষেক শর্মার ব্যাগ দেখে মজা করতে দেখা গিয়েছে অর্শদীপ সিংকে। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি শুভমান গিল।
দ্রুত এই ভিডিও ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, সবুজ রঙের একটি ব্যাগ রয়েছে। রঙিন তারায় ভরা সেই ব্যাগ। যা দেখে অর্শদীপ প্রশ্ন করেন, এটা কি লিমিটেড এডিশনের ব্যাগ? অভিষেক তাঁর অভিব্যক্তিতে বুঝিয়ে দেন অর্শদীপের যেটা ভাবছেন তা সঠিক নয়।
এই তিন ক্রিকেটার এক সময় বয়সভিত্তিক দলে একসঙ্গে খেলেছেন। ক্যানবেরায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও অভিষেকের সঙ্গে মজা করতে দেখা গিয়েছিল গিলকে।
প্রথম টি-টোয়েন্টির চতুর্থ ওভারে নাথান এলিসের বলে উইকেট খুইয়েছিলেন তরুণ তুর্কি। ১৪ বল খেলে ১৯ রান করে আউট হন অভিষেক শর্মা। প্রথম উইকেট পড়ার পরে ব্যাট করতে নামে সূর্যকুমার যাদব।
'স্কাই'-এর ফর্ম নিয়ে সাম্প্রতিক অতীতে প্রচুর চর্চা হয়েছে। ১১ ইনিংসে সবমিলিয়ে মাত্র ১০০ রান এসেছে সূর্যর ব্যাট থেকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচেই সমালোচকদের জবাব দিলেন ভারতের টি-২০ অধিনায়ক। বারবার বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়েছে, তবু সূর্যর ব্যাটিংয়ে ছন্দ হারায়নি। শেষ পর্যন্ত ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক।
Published By: Prasenjit DuttaPosted: 07:25 PM Oct 30, 2025Updated: 07:25 PM Oct 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
