Advertisement
লাগাতার বৃষ্টিতে চোখ রাঙাচ্ছে তিস্তা, পানা নদীতে হড়পা বান, জারি লাল সতর্কতা
উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। জল বেড়েছে তিস্তা,করলা,জলঢাকা নদীর। জলস্তর বাড়ায় তিস্তা নদীর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচদপ্তর। তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়েছে জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা। পাণ্ডাপাড়া, মহামায়া পাড়া, নতুন পাড়া, নয়াবস্তি-সহ একাধিক জায়গায় জল দাড়িয়ে যাওয়ায় ভোগান্তি চরমে উঠেছে।
সমতলের পাশাপাশি সিকিমের পাহাড়েও ভারী বৃষ্টি হওয়ায় তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে। তার জেরে বেড়েই চলেছে জলস্তর। তিস্তা ব্যারেজ থেকে সকাল ৯টায় ১৪৫০.৯৯ মিলিমিটার জল ছাড়া হয়েছে।
এদিকে আলিপুরদুয়ারে পানা নদীতে হড়পা বানে ভেসেছে রাস্তা। ভুটানের পাহাড়ে অবিরাম বৃষ্টিতে পানা নদীতে হড়পা বান এসেছে। যা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। প্রতিবারই এই সমস্যা হয় বলে দাবি স্থানীয়দের।
বানের জেরে কালচিনির সেন্ট্রাল ডুয়ার্স এলাকার আলিপুরদুয়ারের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। যা নিয়ে ভোগান্তি চরমে।
হড়পা বানে নদীতে আটকে পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা। ভয়ংকর ছবি দেখা যায় সেন্ট্রাল ডুয়ার্স এলাকায়। অবশ্য স্থানীয়দের তৎপরতায় তারা ধীরে ধীরে বেরিয়ে যেতে পারে।
এই ঘটনা ভারত-ভুটান নদী কমিশন নিয়ে শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সম্পাদক মৃদুল গোস্বামী বলেন, "ভারত-ভুটান নদী কমিশন নাকচ করে বিজেপি সরকার সাধারণ মানুষকে ভোগান্তির মুখে ফেলেছে।"
Published By: Subhankar PatraPosted: 01:57 PM Aug 30, 2025Updated: 02:01 PM Aug 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
