Advertisement
ইডেনের পিচ নিয়ে সৌরভের পরামর্শ নিলেন বাভুমা, ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী প্রোটিয়া অধিনায়ক
ক্রিকেটের নন্দনকাননে পিচ কেমন হবে, তা নিয়ে চর্চা অব্যাহত।
প্রায় ছ’বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ইডেনে। ক্রিকেটের নন্দনকাননে পিচ কেমন, তা নিয়ে চর্চা অব্যাহত। মনে করা হচ্ছে ইডেনের ২২ গজে স্পিনাররাই ‘খেল’ দেখাবেন।
পিচে গতি থাকলেও প্রথম দিন থেকেই অল্প অল্প টার্ন করবে। ইডেনে যে বিশ্বকাপ সেমিফাইনাল খেলা হয়েছিল, সেখানেও ঘূর্ণি ছিল পিচে। এই পিচেও থাকবে।
তবে সমস্যাটা হল বুধবার বিকালের দিকে প্রায় ঘণ্টা তিনেক শিশিরে ভেজানো হয়েছে পিচ। এতে অনেক সময় পিচ জীবন্ত হয়ে যায়। ফলে শুক্রবার সকালে পিচ কেমন আচরণ করবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সম্ভবত সেই সংশয় কাটাতেই সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে পিচ নিয়ে খোঁজখবর করে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। এদিন সকালে দুই দলের অনুশীলন দেখতে এসেছিলেন সৌরভ। সেসময় বাভুমাকে দেখা যায় দীর্ঘক্ষণ আলোচনা করতে।
পিচের পাশে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন বাভুমা-সৌরভ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ব্যাটিং নিয়েও পরামর্শ দিয়েছেন সৌরভ।
ভারতের হাতে যেমন জনা চারেক স্পিনার আছেন, তেমন দক্ষিণ আফ্রিকার হাতেও একাধিক এমন স্পিনার আছেন, যারা ভারতীয় ব্যাটারদের ঘুম ওড়াতে পারেন। কেশব মহারাজ-সেনুরুন মুথুস্বামী-সাইমন হারমারের স্পিনার আছে প্রোটিয়া শিবিরে।
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাভুমাকে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলছেন, ভারতকে হারাতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পরই এই জয়কে রাখবেন।
বাভুমার কথায়, "ইডেনে বল একটু সুইং হয়। ভারতের অন্যান্য পিচের চেয়ে একটু বেশি। কিন্তু উপমহাদেশে খেলতে গেলে স্পিনারদের দলে রাখতেই হবে। আমরাও সেটা করব।"
Published By: Subhajit MandalPosted: 04:53 PM Nov 13, 2025Updated: 04:57 PM Nov 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
