Advertisement
আইএফএ শিল্ড এল মোহনবাগান তাঁবুতে, ভাইফোঁটায় উৎসবে মাতলেন সমর্থকরা
শিল্ডের সঙ্গে সবুজ-মেরুন সমর্থকদের সেলফিও তুলতে দেখা গিয়েছে।
শিল্ড এল মোহনবাগান ক্লাব তাঁবুতে। আর তা নিয়ে ভাইফোঁটায় উৎসবে মাতলেন সবুজ-মেরুন সমর্থকরা। ছবি: অমিত মৌলিক।
বুধবার সবুজ-মেরুন ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে আইএফএ শিল্ড আসার কথা। সেই মতোই বৃহস্পতিবার বিকেলে মোহনবাগান ক্লাব লনে প্রদর্শিত হল এই ঐতিহ্যশালী ট্রফি। ছবি: অমিত মৌলিক।
শনিবার (১৮ অক্টোবর) ১২৫তম আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান। টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৫-৪ গোলে হারায় মোলিনা ব্রিগেড। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও গোল হয়নি। শেষমেশ ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে বিশাল কাইথ টেক্কা দেন দেবজিৎ মজুমদারকে। ২২ বছর পর শিল্ড জেতে সবুজ-মেরুন ব্রিগেড। ছবি: অমিত মৌলিক।
বৃহস্পতিবার বিকেলে ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন করলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস, সভাপতি দেবাশিস দত্ত। ছিলেন কার্যকরী কমিটির সদস্যরা। ছবি: অমিত মৌলিক।
মোহনবাগান ক্লাব লনে আইএফএ শিল্ডের সঙ্গে সবুজ-মেরুন সমর্থকদের সেলফিও তুলতে দেখা গিয়েছে। ছবি: অমিত মৌলিক।
সমর্থকদের উদ্দেশ্যে বার্তাও দেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। তিনি বলেন, "পরিবারে কথা কাটাকাটি হতেই পারে। কিন্তু ভাঙন ধরবে না।" ছবি: অমিত মৌলিক।
অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবকে খোঁচা মেরে সৃঞ্জয়ের মন্তব্য, "অন্যের ভালোতে এত কষ্ট না পেয়ে নিজেদের ঘর সামলাক।" ছবি: অমিত মৌলিক।
অন্যদিকে, সভাপতি দেবাশিস দত্ত বলেন, "নাচতে না জানলে উঠোন বাঁকা। আগে ঠিক করে খেলুক। নিশ্চয়ই জিতবে ইস্টবেঙ্গল।" ছবি: অমিত মৌলিক।
সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে আইএফএ শিল্ড আসায় উজ্জীবিত সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে গোষ্ঠ পাল সরণির ক্লাব তাঁবুতে ভারী সংখ্যায় তাঁরা উপস্থিত হয়েছিলেন। উল্লেখ্য, শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর কয়েক দিনের ছুটি কাটিয়ে ফের সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। কলকাতাতেই আপাতত দু’দিন প্রস্তুতি সেরে গোয়া উড়ে যাবেন কামিংস, ম্যাকলারেনরা। ছবি: অমিত মৌলিক।
Published By: Prasenjit DuttaPosted: 06:26 PM Oct 23, 2025Updated: 06:45 PM Oct 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
