Advertisement
'বিশ্বকাপ মেডেল বাড়ির সবচেয়ে সামনে থাকবে', ইডেনের মঞ্চে বললেন রিচা, রইল ছবির কোলাজ
আর কী বললেন বিশ্বজয়ী ক্রিকেটার?
বিশ্বজয়ী রিচাকে অনন্য সম্মান সিএবি এবং রাজ্য সরকারের। ইডেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্বজয়ী রিচা ঘোষকে জমকালো সংবর্ধনা দিল সিএবি। রাজ্য সরকারের তরফে রিচাকে ‘বঙ্গভূষণ’ সম্মানে সম্মানিত করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের ডিএসপি পদে তাঁকে নিয়োগ করা হয়েছে। এমন সব সম্মান পেয়ে আপ্লুত রিচা স্বয়ং।
ইডেনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী, সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি কর্তা সঞ্জয় দাস, নীতীশ রঞ্জন দত্ত, অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রমুখ। শনিবার যেন দেবীপক্ষের পরেও দেবীবরণ হল রিচা ঘোষের হাত ধরে। তাঁকে পুষ্পস্তবক তুলে দিলেন মুখ্যমন্ত্রী নিজে। তাঁকে সঙ্গত করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, উত্তরবঙ্গের আরও এক অহংকার অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইডেনে ফুল দিয়ে সম্মানিত করা হয় রিচার মা-বাবাকেও।
রাজ্য সরকারের পক্ষ থেকে রিচাকে বঙ্গভূষণ, সোনার চেন, ডেপুটি সুপারিনটেন্ট অফ পুলিশের নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটারের উচ্ছ্বসিত প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওর বয়স অল্প। ওকে মানসিক চাপ দিও না। ভালোবাসা দিয়ে বাংলা ও বিশ্ব জয় করবে ও। মনের শক্তিই সবথেকে বড়। নিজের কাজ নিজেকে করে যেতে হবে। দুর্গমকে জয় করে শীর্ষে পৌঁছতে হবে। লড়তে হবে, করতে হবে, খেলতে ও জিততে হবে।”
সিএবি’র তরফে রিচাকে ৩৪ লক্ষ টাকা এবং সোনার ব্যাটও উপহার দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফাইনালে ৩৪ রান করেছিলেন রিচা। সেই কারণেই সিএবি'র এই উদ্যোগ। দেওয়া হয়েছে উত্তরীয়, ফুলের স্তবক, মিষ্টিও।
শনিবার সকালে কলকাতা পৌঁছেছিলেন রিচা। আর ইডেনে এসে তো আপ্লুত ভারতীয় ক্রিকেটের এই 'সুপারহিটার। তিনি বলেন, "মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। বিশ্বকাপ জয় প্রত্যেকের স্বপ্ন থাকে। সেই স্বপ্ন পূরণ হয়েছে। চাপের মুখেও আমরা ভেঙে পড়িনি। নেটে একটা টার্গেট সেট করে অনুশীলন করি। মানে, কত বলে কত রান করতে হবে, সেটা মাথায় রেখেই প্র্যাকটিস করি।"
রিচাকে তাঁর আদর্শ মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে প্রশ্ন করা হলে বলেন, "অনেকেই আমাকে তাঁর সঙ্গে তুলনা করে। সবাই বলে, 'আরও জোরে মার'। তাছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছক্কা হাঁকাতে দেখেছি। টেকনিক্যালি একেবারে নিখুঁত ছিল তাঁর শট। সেখান থেকেও শিখেছি। সঠিক বল নির্বাচন করেই শট নিতে চেষ্টা করি সব সময়।" তিনি আরও বলেন, "ফাইনালে প্রচুর চাপ থাকে। তবে আমার চাপ নিতে ভালো লাগে। নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করি সব সময়। সিনেমা দেখি। আর বিশ্বকাপ মেডেল বাড়ির সবচেয়ে সামনে থাকবে।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনার জন্য ফ্রিডম ট্রফির রেপ্লিকা তুলে দিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ট্রফির রেপ্লিকাটিও উপহার স্বরূপ রিচাকে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রিচার মতো প্রতিভা পেয়ে বাংলা গর্বিত।
ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "তিনটে আইসিসি ইভেন্টে ক্যাপ্টেন ছিলাম আমি। কিন্তু কখনও বিশ্বকাপ জিততে পারিনি। তুমি বিশ্বকাপ জিতে এসেছ। রিচা ভারতীয় দলে যে রোল প্লে করে, সেটা খুবই কঠিন। কারণ ছয় নম্বরে নেমে কম বল পাওয়া যায়। কঠিন কাজটা ও সহজভাবে করে এসেছে। তোমার কেরিয়ার সবে শুরু। আরও অনেক খেলার সুযোগ পাবে। তোমাকে আমাদের তরফ থেকে অভিনন্দন। ভারতীয় দলে ওর মূল্য স্মৃতি, হরমনদের চেয়ে কম কিছু নয়। আমরা যেন কোনও একটা দিন বলতে পারে রিচা, ভারত অধিনায়ক।”
Published By: Prasenjit DuttaPosted: 07:29 PM Nov 08, 2025Updated: 08:20 PM Nov 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
