Advertisement
চুল পড়া রুখতে এই ৫ ফুলের জুড়ি মেলা ভার, নাম জানলে চমকে যাবেন
মরশুম বদলের সময়ে ক্রমশ বাড়ছে চুলপড়ার সমস্যা।
মরশুম বদলের সময়। ক্রমশ বাড়ছে চুল পড়ার সমস্যা। শ্যাম্পু বদল। পার্লারে গিয়ে হাজার ট্রিটমেন্টের পরেও চুল পড়ার সমস্যা যেন পিছু ছাড়ে না। আর তার ফলে আয়নার সামনে দাঁড়িয়ে মুখভার তন্বীর।
বিশেষজ্ঞদের দাবি, এই সময়ে চুল পড়ার সমস্যা দূর করতে স্ক্যাল্পের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তাই ২-৩ দিন অন্তর শ্যাম্পু করা উচিত। তবে খেয়াল রাখতে হবে, স্ক্যাল্প যেন অতিরিক্ত শুষ্ক না হয়ে যায়। তাতে চুলের ডগা ফাটার সমস্যা আরও বাড়বে।
কারও কারও মতে, রাসায়নিক মিশ্রিত শ্যাম্পু কিংবা তেল ব্যবহার করে চুল পড়া আটকানো সম্ভব নয়। পরিবর্তে ঘরোয়া জিনিসপত্রে মিলতে পারে রেহাই। ঠিক যেমন ফুলের মাধ্যমে চুল পড়া আটকানো সম্ভব।
প্রথমেই আসি জবার কথায়। কেশচর্চায় নিত্যপুজোয় ব্যবহৃত এই ফুলের জুড়ি মেলা ভার। জবাফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল পড়া রুখতে সহায়তা করে।
কেউ কেউ জবাফুল বেটে ব্যবহার করেন। তাতে চুলের অকালপক্কতা দূর হয়। চুল হয় আরও উজ্জ্বল এবং নরম। চুলের পরিচর্যায় হিবিসকাস মিস্ট কিংবা জবাফুল দিয়ে তৈরি তেলও ব্যবহার করতে পারেন।
ভালোবাসা প্রকাশে গোলাপের কোনও বিকল্প হয় না। তবে জানেন কি, গোলাপ চুল পড়া রুখতেও সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ এই ফুল স্ক্যাল্পের নানা সমমস্যা দূর করতে সাহায্য করে। তার ফলে চুল পড়ার সমস্যা কমে।
গোলাপ জল কিংবা গোলাপের পাপড়ি তেলে ফুটিয়ে ব্যবহার করতে পারেন। শুধু চুলই নয়। গোলাপের সুগন্ধ আপনাকে আরও মোহময়ী করে তুলবে।
রোজকার পুজোয় ব্যবহৃত গাঁদাফুলও নাকি চুলের পরিচর্যায় বিশেষ প্রয়োজনীয়। এই ফুল দিয়ে তৈরি হেয়ার মাস্ক, হেয়ারপ্যাক সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন। তাতে আপনার চুল যে আরও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
একসময় বিয়েবাড়িতে চুল বাঁধার পর জুঁইয়ের মালা মাথায় দিতেন বহু মহিলা। এখন অবশ্য ফ্যাশনে খানিকটা বদল হয়েছে। জুঁইয়ের বদলে সে জায়গা দখল করেছে অর্কিডের মতো দামী বাহারি ফুল। তবে কেশচর্চায় আজও সমান প্রয়োজনীয় জুঁইফুল।
Published By: Sayani SenPosted: 05:22 PM Nov 01, 2025Updated: 05:22 PM Nov 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
