Advertisement
ঐশ্বর্য-অভিষেকের প্রেমের শুরুটা ছিল কেমন? বিশ্বসুন্দরীর জন্মদিনে জানুন অজানা কাহিনি
কেমন ছিল বলিউডের এই পাওয়ার কাপলের সম্পর্কের শুরুটা? দেখুন অ্যালবাম।
তিনি বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর মোহময়ী রূপের ছটায় ঘায়েল সারা বিশ্ব। তাঁর অপরূপ সৌন্দর্যে বারবার বুঁদ হয়েছেন ভক্তকুল। শনিবার, ১ নভেম্বর বাহান্ন বছরে পা রাখলেন রাই সুন্দরী। তবে পেশাগত পরিচয় ছাড়াও তাঁর আরও এক পরিচয় হল তিনি বচ্চনবধূ।
বলিউডের হেভিওয়েট পরিবারের পূত্রবধূ তিনি। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে চার হাত এক হয় তাঁর। অভিষেক ও ঐশ্বর্যর সম্পর্কের সমীকরণ নিয়ে চারিদিকে নানা গুঞ্জন। দু'জনের সম্পর্কের শুরুটা কেমন ছিল? কীভাবে ছবির শুটিং ফ্লোরে তাঁদের 'দো দিল' এক হয়েছিল জানেন?
অভিষেক-ঐশ্বর্যর প্রথম দেখা হয়েছিল ২০০০ সালে 'ঢাই অক্সর প্রেম কি' ছবির সেটে। হ্যাঁ, সেই প্রথম দেখাতেই প্রেমে পড়েননি তাঁরা। তবে বন্ধুত্ব গাঢ় হয়েছিল।
এরপর ২০০৬ সালে 'উমরাও জান', 'ধুম ২' এবং 'গুরু' একের পর এক ছবি করেন একসঙ্গে। সেই সময় একটু একটু করে কাছে আসা শুরু। শুটিং ফ্লোরের কলাকুশলী থেকে বাকিদেরও তাঁদের সেই ঘনিষ্ঠতা নজর এড়ায়নি।
শোনা যায়, ২০০৭ সালে মণিরত্নমের 'গুরু' ছবির প্রচারে নিউইয়র্কে গিয়ে ঐশ্বর্যকে প্রেম নিবেদন করেন অভিষেক। শুধু তাই নয় একইসঙ্গে তাঁকে বিয়ের প্রস্তাবও দেন জুনিয়র বচ্চন।
এরপর জীবনের নতুন ইনিংস শুরু করেন তারকা দম্পতি ২০০৭ সলের ২০ এপ্রিল। মুম্বইয়ে বচ্চনদের বিলাসবহুল বাসভবন প্রতীক্ষায় বসেছিল তাঁদের বিয়ের আসর।
বলিউডের হেভিওয়েট এই বিয়ের দিকে সেই সময় নজর ছিল সারা দেশের। তারকা দম্পতির চারহাত এক হওয়া দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে।
Published By: Arani BhattacharyaPosted: 03:02 PM Nov 01, 2025Updated: 03:03 PM Nov 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
