Advertisement
ছবির মতো সুন্দর গ্রাম রয়েছে ভারতেই, জানেন কোথায় আছে এই জায়গা?
ঘন নীল আকাশ, এঁকেবেঁকে চলে গিয়েছে রাস্তা।
সুইজারল্যান্ড নয়, ছবির মতো এই জায়গা ভারতেই আছে। যেখানে পাহাড়ের উপর ভেসে বেড়ায় মেঘ। ঘন নীল আকাশ। এঁকেবেঁকে চলে গিয়েছে রাস্তা। হাতে গোনা কিছু বাড়ি পাহাড়ের কোলে। গাছে গাছে ফুটে আছে চেরি ফুল।
এই এলাকা দক্ষিণ সিকিমে। শুধু তাই নয়, দক্ষিণ সিকিমের এই গ্রাম ঘিরে পর্যটনও শুরু হয়েছে বলে খবর। উত্তর সিকিমে নভেম্বরের শুরুতেই ভারী তুষারপাত হয়েছে। এদিকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ সিকিমের দুটি উপজাতীয় গ্রাম, গাংচুং এবং বেন-এ এমন ছবির মতো সুন্দর পরিবেশ দেখা যায়।
দক্ষিণ সিকিমের টেমি-নামথিং নির্বাচনী এলাকায় ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পায়ুতোর হিসেবে চেরি ব্লসম উৎসব হয়। চেরি দক্ষিণ সিকিমের বাসিন্দাদের কাছে পায়ু গাছ নামে পরিচিত।
চেরি ফুল ফোটার সময় থেকে সেখানে ধান কাটা শুরু হয়ে যায়। ওই ফুল ১৫ থেকে ২০ দিন থাকে। এছাড়াও সিকিমে গ্রামীণ পর্যটনের জন্য তিনটি নতুন গ্রাম চালু করা হবে। যার মধ্যে দুটি উপজাতীয় গ্রাম গাংচুং এবং বেন রয়েছে।
এই অঞ্চলের গ্রামগুলিতে নতুন করে পর্যটনের দরজা খোলা হচ্ছে। মূলত গ্রামীণ পর্যটন বিকাশের জন্য ওই উদ্যোগ জানা গিয়েছে।
সিকিমের জন্য চালমথাং মডেল গ্রামীণ পর্যটন গ্রাম হিসেবে রয়েছে। উৎসবের মাধ্যমে সিকিমে প্রথমবারের মতো রাতের আকাশ দেখার ব্যবস্থা থাকবে।
Published By: Suhrid DasPosted: 05:40 PM Nov 16, 2025Updated: 05:40 PM Nov 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
