Advertisement
সুইডেনেও থিম পুজো, দর্শনার্থীদের মন টানতে এবার কী ভাবনা প্রবাসী বাঙালিদের?
সুইডেন থেকে কলম ধরলেন চান্দ্রেয়ী মুখোপাধ্যায়।
বাংলার আকাশ জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে। বিদেশে থাকা বাঙালিরাও অপেক্ষায় থাকেন এই দুর্গাপুজোর জন্য। সুইডেনেও কর্মসূত্রে বাঙালিরা থাকেন।
বেঙ্গলি ফ্যামিলিয়ন আয়োজিত দুর্গোৎসব এবার পা দিল দ্বিতীয় বর্ষে। দক্ষিণ সুইডেনের লুন্ড শহরে কর্মসূত্রে কিছু বাঙালি পরিবার থাকে। হাতেগোনা কিছু বাঙালিদের নিয়ে গত বছর তৈরি হয়েছিল এই পুজো কমিটি।
দ্বিতীয় বর্ষ এবারের পুজোর। এবার পুজোর থিম রাখা হয়েছে ‘পক্ষ’। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
Published By: Suhrid DasPosted: 06:57 PM Sep 14, 2025Updated: 07:17 PM Sep 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
