Advertisement
দাদুর হাতের প্রসাদ থেকে এলাহি ভূরিভোজ, কেমন হল মানসীর 'গোল্লা'র অন্নপ্রাশন? দেখুন অ্যালবাম
মানসীর একরত্তি পুত্রসন্তান গোল্লা'র জীবনের প্রথম বড় অনুষ্ঠান।
দ্বিতীয়বার মা হয়েছেন চলতি বছরের মার্চ মাসে অভিনেত্রী মানসী সেনগুপ্ত। তাঁর একরত্তি পুত্রসন্তান গোল্লা'র জীবনের প্রথম বড় অনুষ্ঠান। আর তা নিয়েই পুজোর আগে বেজায় ব্যস্ত ছিলেন অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকেই সেরেছেন সমস্ত আয়োজন। রবিবার, ১৪ সেপ্টেম্বর প্রায় ছেলের বিয়ের সমান ব্যস্ততা নিয়ে উদযাপন হল অভিনেত্রীর ছেলের অন্নপ্রাশন।
গায়ে হলুদ থেকে এলাহি ভূরিভোজ,সবমিলিয়ে এদিন গোল্লার অন্নপ্রাশন হয়ে উঠেছিল জমকালো। উপহার হিসাবে পাওয়া ধুতি ও পাঞ্জাবিতে এদিন সেজে উঠেছিল মানসীর একরত্তি ছেলে। সংবাদ প্রতিদিন ডিজিটালকে অভিনেত্রী এদিন বলেন, "আমার বরং সাজতে কম সময় লেগেছে, অথচ ওকেই আজ সাজাতে সময় লেগেছে প্রায় তিন ঘন্টা।"
অভিনেত্রীর বাবা অর্থাৎ গোল্লার দাদু এদিন তাকে প্রসাদ খাইয়ে অন্নপ্রাশন দেন। সপরিবারে এদিন আনন্দে মেতে উঠেছিলেন সকলে গোল্লার অন্নপ্রাশনে। বহউদিন ধরে হওয়া গোল্লার অন্নপ্রাশনের বিভিন্ন প্ল্যান এদিন সম্পূর্ণ হল।
কেমন ছিল এদিনের আয়োজন? স্টার্টারে রেশমি কাবাব, চিকেন পকোড়া, মকটেল, লস্যি থেকে মেইন কোর্সে বাটার নান, চানা মশলা, চিকেন, মাটন, ইলিশ মাছ ভাপা, ফিশ ফ্রাই, রাবড়ি, মিষ্টি, আইসক্রিমের মতো বিভিন্ন পদে হয়েছিল এদিন ভূরিভোজের এলাহি আয়োজন।
তবে বয়সে একরত্তি হলেও পায়েস আর মাছের মাথা ভাজা নাকি একটু চেখে দেখেছে গোল্লা। বেশ আনন্দের সঙ্গেই যে ছ'মাসের অন্নপ্রাশনে খাবারে স্বাদবদল উপভোগ করেছে খুদে সে কথা বলাই বাহুল্য।
এর আগে সংবাদ প্রতিদিন ডিজিটালকে মানসী বলেছিলেন, “আমার ছেলের বিয়ে। যদিও অন্নপ্রাশন, কিন্তু বিয়ের সমান আয়োজনই হচ্ছে বাড়িতে। শপিং চলছে সেই উপলক্ষ্যে। পুজোর শপিং তাই সেভাবে শুরু হয়নি।”
Published By: Arani BhattacharyaPosted: 08:26 PM Sep 14, 2025Updated: 08:32 PM Sep 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
