Advertisement
জিৎ-মোহনা থেকে কাঞ্চন-শ্রীময়ী, বয়সের ফারাক সম্পর্কের বাধা হয়নি টলিপাড়ার এই জুটিদের
এই তালিকায় রয়েছেন কোন কোন সেলেব দম্পতি? জেনে নিন।
তিনি টলিপাড়ার সুপারস্টার জিৎ। তাঁর মহিলা অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তবে তিনি নিজে কাজের বাইরে পরিবারকেই সময় দিতে বেশি ভালোবাসেন। স্ত্রী মোহনার সঙ্গে প্রায় এক দশকের বেশি সংসার জীবন। রয়েছে দুই সন্তান। স্ত্রী মোহনার সঙ্গে সুপারস্টার জিতের বয়সের পার্থক্য কত জানেন? প্রায় দশ বছরের।
টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্রুতি দাস দু'বছর হল জুটি বেঁধেছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে। সিরিয়ালের সেটেই তাঁদের প্রেম। স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির বয়সের পার্থক্য প্রায় চোদ্দ বছরের। তবে এই নিয়ে তাঁদের দিকে নানা সময় নানা কটাক্ষ ধেয়ে এলেও তারা তাতে কর্ণপাত করতে একেবারেই নারাজ। নিজেদের ভালোবাসাকেই সবসময় প্রাধান্য দিয়েছেন তাঁরা।
টলিপাড়ার চর্চিত জুটি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। প্রেম থেকে বিয়ে এমনকি সন্তান সব নিয়েই তারা বারবার চর্চায় থেকেছেন। এহেন কাঞ্চন-শ্রীময়ী জুটির বয়সের পার্থক্য কত জানেন? প্রায় কুড়ি বছরের বয়সের পার্থক্য তাঁদের। কাঞ্চনের থেকে শ্রীময়ী প্রায় কুড়ি বছরের ছোট।
রাতুল মুখোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্র গাঁটছড়া বেঁধেছেন বছর খানেক। বন্ধুত্ব ও তারপর দাম্পত্য সবমিলিয়ে সুখী গৃহকোণ তাঁদের। বয়সের পার্থক্য রয়েছে এই জুটির বেশ কিছুটা। রাতুল নয় বরং রূপাঞ্জনা বেশ খানিকটা বড় অভিনেত্রী রূপাঞ্জনা।
Published By: Arani BhattacharyaPosted: 05:28 PM Sep 11, 2025Updated: 05:29 PM Sep 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
