Advertisement
দুই শাবককে নিয়ে খোশমেজাজে বাঘিনী, সুন্দরবনে পর্যটকদের ক্যামেরায় বন্দি মন ভালো করা দৃশ্য
বাঘিনী তার দুই শাবককে সাঁতার শেখাতে ব্যস্ত।
সুন্দরবন বেড়াতে গিয়ে বাঘ দেখতে পাওয়া নাকি ভাগ্যের কথা। বুনো হরিণ, কুমির দেখা গেলেও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যায় না বলেই মত বিশেষজ্ঞদের। তবে এবার সুন্দরবনে দেখা গেল সেই বাঘকেই। অপূর্ব সুন্দর দৃশ্য লেন্সবন্দি করলেন পর্যটকরা।
জানা গিয়েছে, ত্রিপুরা ও কলকাতা থেকে পর্যটকদের একটি দল সম্প্রতি সুন্দরবন বেড়াতে গিয়েছিলেন। গদখালি থেকে লঞ্চে করে সুন্দরবনের শোভা দেখতে দেখতে যাচ্ছিলেন পর্যটকরা। পীরখালির জঙ্গলে বাঘিনী ও দুই শাবককে দেখতে পান তাঁরা।
পীরখালির জঙ্গলের ধার দিয়ে যাওয়ার সময় নদীর পাড়ের দিকে চোখ আটকে যায় পর্যটকদের। এই দৃশ্য যে কোটি টাকার থেকেও দামী। এজন্যই তো সুন্দরবনে যাওয়া। দেখা যায়, একটি বাঘিনী নদীর কিনারে জলে দুই শাবককে নিয়ে রয়েছে।
কার্যত এই দৃশ্য বিরল। কারণ, বাঘিনী তার দুই শাবককে সাঁতার শেখাচ্ছে। শাবক দুটি কখনও মায়ের ঘাড়ে উঠছে। আবার জলে ঝাঁপাচ্ছে। মা-ও ধৈর্য ধরে তাদের সাঁতার শেখাতে ব্যস্ত। পর্যটকদের লঞ্চ নদীতেই দাঁড়ায়।
পর্যটকদের অনেকে ক্যামেরায় লেন্সবন্দি করেন সেই দৃশ্য। অনেকে মোবাইল ফোনে মা ও শাবকদের ভিডিও করতে থাকেন। পর্যটকদের দেখেছিল মা ও শাবকরা। তবে তারা ভীত হয়ে জঙ্গলে চলে যায়নি। নদীর জলেই সাঁতার কেটেছে।
Published By: Suhrid DasPosted: 10:35 PM Nov 17, 2025Updated: 10:56 PM Nov 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
