Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কৃষ্ণনগর-আমঘাটা রুটে শুরু ট্রেন চলাচল
আপ-ডাউন মিলিয়ে চলবে তিনজোড়া ট্রেন।
প্রতীক্ষার অবসান! দেড় দশক পর কৃষ্ণনগর আমঘাটা রুটে শুরু ট্রেন চলাচল। শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন হল। উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার থেকে রেলের উচ্চপদস্থ আধিকারিকারা। এই রুটে ফের ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা।
২০১০ সালে শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ন্যারোগেজ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তৎকালীন রেলমন্ত্রী তথা বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পথে ব্রডগেজ রেলপথের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু বিভিন্ন কারণে তা আটকে থাকে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর কেটে গিয়েছে দীর্ঘ ১৫ বছর। গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। শেষে বহু বাধা-বিপত্তি ও জমিজটের সমস্যা কাটিয়ে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ২৭ কিলোমিটার পথের কাজ শুরু হয়। অবশেষে শনিবার থেকে এই রুটে শুরু হল ট্রেন চলাচল।
প্রথম পর্যায়ে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত কাজ শেষ হওয়ায় শনিবার থেকে এই অংশে যাত্রীবাহী ইএমইউ ট্রেন চলাচল শুরু হল। আপ-ডাউন মিলিয়ে মোট তিনজোড়া ট্রেন এই রুটে চলবে। কৃষ্ণনগর-আমঘাটা পথে ট্রেন চলাচল শুরু হওয়ায় এলাকার সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
কৃষ্ণনগর থেকে সকাল ৬.৪৫, দুপুর ১.৩০, রাত ৯.১৫ ও আমঘাটা থেকে সকাল ৭.০৮, দুপুর ১.৫৩, রাত ৯.৩৮ মিনিটে ছাড়বে ট্রেনগুলি। এই রুটে ট্রেন চালু হওয়ায় নদিয়ায় রেলপথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হল বলে মনে করছে ওয়াকিবহল মহল।
Published By: Subhankar PatraPosted: 09:31 PM Nov 15, 2025Updated: 09:37 PM Nov 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
