Advertisement
হালকা চুড়িদারের জুরি হোক জমকালো ওড়না, জগদ্ধাত্রী পুজোর সাজে চমক
ভিড়ের মাঝে এই সাজেই হয়ে উঠুন একেবারে আলাদা।
দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটায় নিশ্চয়ই জমিয়ে সাজগোজ করেছেন। পালা জগদ্ধাত্রী পুজোর। এবার হালকা চুড়িদারের সঙ্গে জুরি হোক জমকালো ওড়ানো। আপনাকে দেখে যে সকলে চমকে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
ফুলকারি ওড়নাই হোক আপনার প্রথম পছন্দ। শিফন, সুতি, জর্জেট-সহ আরও নানা ধরনের কাপড়ের উপর ফুলকারি কাজের ওড়না পাওয়া যায়। একরঙের সালোয়ারের সঙ্গে এই ধরনের ওড়না মানাবে বেশ।
বাঁধনি প্রিন্টের ওড়নাও ফ্যাশনে ইন। বাঁধনি প্রিন্টের ওড়না সাধারণত খুবই রংচঙে। মূলত দোলের সময় এই ধরনের ওড়না নেওয়ার চল বেশি। স্লিভলেস চুড়িদারের সঙ্গে বাঁধনি প্রিন্টের ওড়না মানায় বেশি। সঙ্গে অবশ্যই পরুন ভারী কানের দুল।
বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে লাল রঙের বেনারসি ওড়না গায়ে দেখা গিয়েছিল দীপিকাকে। তারপর থেকে তন্বীদের মন জয় করবে এই ওড়না। হালকা রঙের সিল্কের সালোয়ারের সঙ্গে নিন বেনারসি ওড়না। গয়নাগাটি বিশেষ পরার দরকার নেই। শুধু বড় কানের দুল পরলেই চলবে।
অনেকে আবার ভেলভেটের ওড়না খুবই পছন্দ করেন। জগদ্ধাত্রী পুজোয় দিনের বেলায় কোথাও যাওয়ার ক্ষেত্রে এই ভারী ওড়না না নেওয়াই ভালো। তবে রাতে সকলের মধ্যমণি হওয়ার জন্য ভেলভেট ওড়না পরুন।
যাঁরা ভারী ওড়না পছন্দ করেন তাঁরা এবার জগদ্ধাত্রী পুজোয় বাছুন মিরর ওয়ার্ক। এই ধরনের ওড়না আপনার সাজগোজকে যে অন্য় চেহারা দেবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
জগদ্ধাত্রী পুজোয় সাদা সালোয়ার পরবেন ভাবছেন? মিক্স অ্যান্ড ম্যাচের পথে না হেঁটে সাদা নেটের ওড়না পরতে পারেন। আপনার দিক থেকে কেউ নজর ফেরাতে পারবে না।
হালকা চুড়িদারের সঙ্গে মধুবনী কাজের ওড়না পরতে পারেন। এই ধরনের ওড়না আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তুলতে বাধ্য।
Published By: Sayani SenPosted: 04:35 PM Oct 25, 2025Updated: 04:35 PM Oct 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
