Advertisement
একই দলে সুনীল ও উসেইন বোল্ট! ফুটবল মাঠে আবেগে ভাসলেন দর্শকরা
ম্যাচের পর কী বললেন বিশ্বের 'দ্রুততম মানব'?
অলিম্পিকে আট সোনার মালিক তিনি। সেই উসেইন বোল্টকে কখনও পাস দিচ্ছেন সুনীল ছেত্রী। কখনও বা সুনীলকে ক্রস বাড়াচ্ছেন কিংবদন্তি স্প্রিন্টারকে। মুম্বইয়ে প্রীতি ম্যাচে এমনই দৃশ্য। যা দেখে দর্শকরা খুশিতে ডগমগ
বুধবার বেঙ্গালুরু এফসি'র জার্সি গায়ে ফুটবল খেললেন বিশ্বের 'দ্রুততম মানব'। ফাইভ-এ-সাইড এই ম্যাচে বোল্টের প্রতিপক্ষ দল ছিল মুম্বই সিটি এফসি।
তিনি সতীর্থ হিসাবে পেলেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুদের। দলে ছিলেন সতীর্থ ছিলেন বেঙ্গালুরু এফসি'র মালিক পার্থ জিন্দালও।
পুমা কোম্পানি ছিল ম্যাচটির আয়োজক। এই ম্যাচে মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি'র ফুটবলাররা তো বটেই, অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতারাও।
পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্ট বলেন, "ট্র্যাক অ্যান্ড ফিল্ড আমার প্রথম পছন্দ। এরপর ফুটবলও আমার খুব প্রিয়। এখানে খেলার অভিজ্ঞতা অসাধারণ ছিল। এই ম্যাচ ঘিরে দারুণ একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। তাই খেলা শেষের বাঁশি বাজার পরেও এর রেশ থেকে যাবে।"
পুমার অ্যাম্বাসেডর সুরেশ ওয়াংজাম, আকাশ মিশ্র এবং ফুরবা লাচেনপা-ও এই ম্যাচে অংশ নিয়েছিলেন। খেলেছিলেন দিনো মোরিয়া, অপারশক্তি খুরানার মতো অভিনেতারাও।
বলিউড ডিভা এবং পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কারিনা কাপুর খান টস করতে আসেন। গোটা ম্যাচে তিনি মাঠের পাশে থেকে দুই দলকেই উৎসাহিত করেন।
পুমা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কার্তিক বালাগোপালন বলেন, "আমরা বোল্টকে এনে খেলাধুলার আনন্দ উদযাপন করতে চেয়েছি। আশা করি, এমন অভিজ্ঞতা ভক্তরা চিরকাল মনে রাখবে। এই অনন্য ফুটবল ম্যাচের মাধ্যমে খেলাধুলা এবং বিনোদন জগতের আইকনদের এক মঞ্চে একত্রিত করেছে পুমা। মুম্বই সিটি এবং বেঙ্গালুরু এফসি এই আনন্দ উদযাপনকে বিশেষ করে তুলেছে।"
Published By: Prasenjit DuttaPosted: 06:11 PM Oct 02, 2025Updated: 06:11 PM Oct 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
