Advertisement
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়ল ৯৮ শতাংশের বেশি, ক্রস ভোটিং হল কি?
জয়ের ব্যবধান কত হবে? সংশয়ে গেরুয়া শিবির।
সম্পন্ন হল ১৪ তম উপরাষ্ট্রপতি নির্বাচন। নির্ধারিত সময়সূচি অনুসারে সকাল ১০টা থেকে সংসদ ভবনের এফ-১০১ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সকাল ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: পিটিআই।
উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সমর্থিত প্রার্থী তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। ছবি: পিটিআই।
এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ অর্থাৎ নির্বাচকমণ্ডলীর সদস্য ৭৮১ জন। এই নির্বাচকমণ্ডলীর মধ্যে রয়েছেন রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সাংসদ, ১২ জন মনোনীত সাংসদ এবং লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সাংসদ। ছবি: পিটিআই।
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশার বিজেডি, তেলেঙ্গানার বিআরএস এবং পাঞ্জাবের শিরোমণি অকালি দল। সব মিলিয়ে ১৩ জন সাংসদ ভোট দেননি। যার অর্থ নির্বাচকমণ্ডলী কমে দাঁড়াচ্ছে ৭৬৮ জন। সেক্ষেত্রে ম্যজিক ফিগার হতে পারে ৩৮৫।
খাতায়কলমে শাসকজোট এনডিএ-র পক্ষে রয়েছে ৪২৫টি ভোট। জোটসঙ্গীদের পাশাপাশি অতিরিক্ত ওয়াইএসআর কংগ্রেসের ভোট পাচ্ছে এনডিএ শিবির। কয়েকজন নির্দল সাংসদও সমর্থন করবে এনডিএকেই। ছবি: পিটিআই।
তৃণমূলের তরফে এদিন সব সাংসদ ভোটদানের জন্য সংসদে উপস্থিত ছিলেন। নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসুস্থতা উড়িয়ে ভোট দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ও। ছবি: পিটিআই।
ভোটদানের শেষে বিরোধী শিবিরের দাবি, নজিরবিহীনভাবে ইন্ডিয়া জোটের সব সাংসদ ভোট দিয়েছেন। তবে সূত্রের দাবি, আপের বিক্ষুব্ধ সাংসদ স্বাতী মালিওয়াল ভোট দিয়েছেন এনডিএ প্রার্থীর পক্ষে। ছবি: পিটিআই।
Published By: Subhajit MandalPosted: 07:27 PM Sep 09, 2025Updated: 07:27 PM Sep 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
