Advertisement
'ট্রাম্পের নির্দেশে ৫ ঘণ্টাতেই যুদ্ধ থামান মোদি', অপারেশন সিঁদুর নিয়ে ফের প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের
বুধবার ভোটার অধিকার যাত্রায় বাইকে বোন প্রিয়াঙ্কাকে নিয়ে শোভাযাত্রা করেন লোকসভার বিরোধী দলনেতা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় ৫ ঘণ্টায় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থামিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের ভোটার অধিকার যাত্রা থেকে মোদিকে তোপ রাহুল গান্ধীর।
মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ফের দাবি করেছেন, তিনিই ভারত ও পাকিস্তানের মধ্যে তিনিই সংঘর্ষবিরতি করিয়েছেন। ট্রাম্পের দাবি, দুই দেশকেই তিনি ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন। ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি দুই দেশকেই জানিয়ে দেন, যুদ্ধ না থামলে এত শুল্ক আমেরিকা চাপাবে যে সেটা অসহনীয় হয়ে যাবে। ট্রাম্পের সেই মন্তব্য হাতিয়ার করেই মোদিকে তোপ দাগলেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধীর দাবি, ট্রাম্প মোদিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন। তিনি সেই সময়সীমা পর্যন্তও অপেক্ষা করেননি। মাত্র ৫ ঘণ্টাতেই যুদ্ধ থামিয়ে দিয়েছেন।
‘ভোটচুরি’র অভিযোগে বিহারে দীর্ঘ ১৩০০ কিলোমিটার ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
১৬ দিন ব্যাপী ‘ভোটার অধিকার যাত্রা’ শেষ হবে ১ সেপ্টেম্বর পাটনায়। ১৩০০ কিলোমিটার পথে বিহারের মানুষের কাছে এসআইআর নিয়ে বার্তা দেওয়াই উদ্দেশ্য এই কর্মসূচির।
এই পদযাত্রায় এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিয়েছে বিরোধী শিবির। একদিকে যেমন নির্বাচন কমিশনের নিবিড় সংশোধন নিয়ে প্রতিবাদ জানানো হবে, আবার এই কর্মসূচির সূত্রেই বিহারের মানুষের কাছে পৌঁছনোর সুযোগ থাকছে।
১৬ দিনের এই সফরে গয়া, মুঙ্গের, ভাগলপুর, কাটিহার, পূর্ণিয়া, মধুবনী, দ্বারভাঙা, পশ্চিম চম্পারণ-সহ ২০টির বেশি জেলা ঘুরবেন রাহুল। সঙ্গে রয়েছেন লালু-পুত্র তেজস্বী যাদবও।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনরা বিহারের যাত্রায় সশরীরে হাজির ছিলেন। তৃণমূল প্রতিনিধি পাঠিয়েই সমন্বয় রক্ষা করবে বলে ঠিক করেছে।
Published By: Subhajit MandalPosted: 08:41 PM Aug 27, 2025Updated: 08:41 PM Aug 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
