Advertisement
বরাতজোরে বেঁচে ফিরেছে হস্তিশাবক, মমতা নাম দিলেন 'লাকি'
জলদাপাড়ার কেন্দ্রীয় পিলখানায় দিব্যি বেড়ে উঠছে হস্তিশাবক।
উত্তরবঙ্গের প্রবল দুর্যোগের মাঝে বরাতজোরে রক্ষা। বর্তমানে জলদাপাড়া কেন্দ্রীয় পিলখানায় বসবাসকারী হস্তিশাবকের নাম দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ৫ অক্টোবর, প্লাবনে কার্শিয়াং বনদপ্তরের অধীনে মেচি নদীতে ভেসে যায় হস্তিশাবকটি। তারাবাড়ি এলাকায় হস্তিশাবকটি দলছুট হয়ে যায়। পরে ভেসে মনিরাম এলাকায় ভেসে চলে আসে হস্তিশাবকটি। সেখানেই ভারত ও নেপালের মানুষেরা যৌথভাবে হস্তিশাবকটিকে উদ্ধার করে।
হস্তশাবকটিকে উদ্ধার করে কার্শিয়াং ফরেস্টের পানিঘাট্টা রেঞ্জের কলাবাড়ি বিটে হস্তিশাবকটিকে ছেড়ে দেওয়া হয়। তবে মানুষের স্পর্শ লেগেছিল বলে মা ফিরিয়ে নেয়নি 'মা '। ছেড়ে চলে যায় পালের অন্যান্য হাতিরাও। নেপাল সীমান্তে ভেসে আসা মা হারা সেই ১৫ দিনের হস্তিশাবকের ঠাঁই হয় জলদাপাড়ার কেন্দ্রীয় পিলখানায়।
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাশোয়ানের দেওয়া তথ্য অনুযায়ী, "মা হারা হস্তিশাবককে জলদাপাড়ার কেন্দ্রীয় পিলখানায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। এটি একটি স্ত্রী হস্তিশাবক। ভালো আছে ১৫ দিন বয়সের ওই হস্তিশাবকটি।"
জাতীয় উদ্যানে ১৫ দিন বয়সের হস্তিশাবককে বোতলে করে ল্যাকটোজেন ও দুধ খাওয়ানো হয়। পরিচর্যায় জলদাপাড়ার কেন্দ্রীয় পিলখানায় দিব্যি বেড়ে উঠছে সে।
Published By: Sayani SenPosted: 09:49 PM Oct 15, 2025Updated: 09:49 PM Oct 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
