Advertisement
দার্জিলিঙে মহাকাল মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ মুখ্যমন্ত্রীর, দেখুন ছবি
বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের জন্য মন্দিরে ইলেকট্রিক গাড়ি রাখার নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গে বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখার মাঝেই মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার দার্জিলিঙের এই মন্দিরে যান তিনি।
সেখানে নারকেল চড়িয়ে সূর্যমুখী ফুল দিয়ে পুজো দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। কথা বলেন মন্দিরের পূজারিদের সঙ্গে। শুধু তাই নয়, ঘুরে দেখেন গোটা মন্দির চত্বর।
পুজো দিয়ে বেরিয়েই মুখ্যমন্ত্রীর ঘোষণা, ''রাজ্যের সবথেকে বড় মহাকাল মন্দির তৈরি হবে শিলিগুড়িতে।'' একইসঙ্গে তিনি আরও জানান, ''রাজারহাটে দুর্গা অঙ্গন তৈরি করা হচ্ছে। জমিও দেখা হয়েছে।'' তবে শিলিগুড়িতে সবথেকে বড় মহাকাশ মন্দির তৈরি করতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানান মমতা। তবে এজন্য ট্রাস্ট তৈরি-সহ একাধিক প্রক্রিয়া আছে বলেও এদিন জানান প্রশাসনিক প্রধান।
অন্যদিকে শৈলশহর দার্জিলিঙে যে মহাকাল মন্দির রয়েছে সেখানে বিশেষ ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা রাখারও নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি জানান, অনেক বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমরাও আসেন এই মন্দিরে। তাঁদের পক্ষে উপরে ওঠা কষ্টকর। সেই কারণেই ইলেকট্রিক গাড়ি রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গ সফরের শেষদিনে মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি জনসংযোগ সারতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি পর্যটকদের সঙ্গেও কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।
Published By: Kousik SinhaPosted: 03:40 PM Oct 16, 2025Updated: 03:48 PM Oct 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
