Advertisement
সুন্দরী সঞ্চালিকাকে মাঠের মধ্যেই বিয়ের প্রস্তাব লেজেন্ডস লিগের মালিকের! তারপর...
আইপিএলেও সঞ্চালনা করেছেন এই সঞ্চালিকা।
লেজেন্ডস লিগের ফাইনালে পাকিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি করেন এবি ডি'ভিলিয়ার্স। তবে ম্যাচের পর সব নজর লেজেন্ডস লিগ মালিক হর্ষিত তোমার ও সঞ্চালিকা করিশ্মা কোটাকের কথোপকথনে। যা দেখে অবাক নেটদুনিয়া।
ম্যাচের পর লাইভ টিভিতে করিশ্মা প্রশ্ন করেন, "আজ তুমি কীভাবে উদযাপন করবে?" জবাবে হর্ষিত বলেন:, "এটি শেষ হয়ে গেলে হয়তো আমি তোমাকে বিয়ের প্রস্তাব দেব।"
হর্ষিতের কথায় চমকে যান করিশ্মা। বলে ওঠেন, 'ওহ মাই গড'! তারপরই অবশ্য নিজেকে সামলে নেন। ফের সঞ্চালনার কাজেও মন দেন। তবে নেটিজেনদের প্রশ্ন, সত্যিই কি হর্ষিত বিয়ের প্রস্তাব দিয়েছেন করিশ্মাকে?
তার উত্তর অবশ্য মেলেনি। তবে ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন হর্ষিত। যেখানে সঙ্গে আছেন করিশ্মা। ক্যাপশনে একটি লাভ সাইনও রয়েছে। সেখানে নেটিজেনরা এসে প্রশ্ন করছেন, প্রস্তাবে কি রাজি হলেন করিশ্মা?
গায়ক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন হর্ষিত। র্যাপার হিসেবে ৩০টির বেশি গান গেয়েছেন। এছাড়া নিজস্ব ব্যবসা আছে। বিশ্বের বিভিন্ন ক্রীড়া ইভেন্টের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সেই সূত্রেই বিশ্ব লেজেন্ডস চ্যাম্পিয়নশিপ শুরু করেন।
Published By: Arpan DasPosted: 07:01 PM Aug 03, 2025Updated: 07:01 PM Aug 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
