Advertisement
নাছোড় বৃষ্টি পিছু ছাড়ছে না! দেখুন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের 'জল'ছবি
সেপ্টেম্বর জুড়েই বৃষ্টি চলবে জানাল হাওয়া অফিস।
ভাদ্রতেও পিছু ছাড়ছে না বৃষ্টি। আজ, মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে। বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বেঁধেছে। বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
এদিন সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মুখভার। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতায়। কখনও ভারী কখনও মাঝারি বৃষ্টি হয়েছে। সকালে কাজে বেরিয়ে দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষদের।
চলতি মাসের শেষে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। তবে সেখানেও অশনীসংকেত ইতিমধ্যেই শুনিয়েছে হাওয়া অফিস। পুজোতে বৃষ্টির পূর্বাভাস শোনানো হয়েছে। পুজোর দিনগুলি মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে আনন্দ চেটেপুটে নেওয়ার বাসনায় জল ঢালতে পারে বৃষ্টি।
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলা থেকে বর্ষা বিদায় নিয়ে থাকে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলায় মৌসুমী বায়ুর বিদায়লগ্ন শুরু হয় অক্টোবরে। দ্বিতীয় সপ্তাহের দিকে বাংলা থেকে বিদায় নিয়ে থাকে বর্ষা। এবারে বর্ষায় পুজো। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর পরই বাংলা থেকে বর্ষা বিদায় নেবে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ক্রমশ শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এদিকে মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় দিকে অবস্থান করছে। ফলে দুর্ভোগে পড়তে হবে সাধারণ মানুষদের।
আজও দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের উপকূল এলাকাগুলিতে ভারী বৃ্ষ্টির কথা জানানো হয়েছে। বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে।
আগামী কাল বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। শনি ও রবিবার বৃষ্টি কমবে। তবে সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৯ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় মহানগরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ২৬.৫ মিলিমিটার।
Published By: Suhrid DasPosted: 10:58 AM Sep 03, 2025Updated: 12:12 PM Sep 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
