Advertisement
রাষ্ট্রপতিকে জার্সি উপহার হরমনের, বিশ্বজয়ী ভারতীয় দলকে পেয়ে কী বললেন দ্রৌপদী মুর্মু?
বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে যান ভারতলক্ষ্মীরা।
বিশ্বজয়ের পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন হরমনপ্রীতরা। এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে যান ভারতলক্ষ্মীরা।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। দ্রৌপদী মুর্মুও ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, "তোমরা এখন রোল মডেল। তরুণ প্রজন্ম, বিশেষ করে মেয়েরা অনুপ্রাণিত হবে। ক্রিকেট বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতিহাস তৈরি হয়েছে। দেশের প্রত্যেক কোণে এবং বিদেশে যেখানেই ভারতীয়রা আছেন, প্রত্যেকে এই জয় উদযাপন করছেন।"
তিনি উল্লেখ করেন, "সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানো ভারতীয় দলের শ্রেষ্ঠত্বের উদাহরণ। বিভিন্ন অঞ্চল, বিভিন্ন সামাজিক পটভূমি, বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে উঠে এসেছ তোমরা। কিন্তু সব মিলিয়ে একটাই দল— ভারত। এই দলই বিশ্বজয় করেছে।"
তিনি প্রধান কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ এবং সাপোর্ট স্টাফ - সকলের অবদানের প্রশংসা করেন। তিনি কামনা করেন যে তারা তাদের পারফরম্যান্সের মাধ্যমে টিম ইন্ডিয়ার জন্য সাফল্যের নতুন রেকর্ড অর্জন করবে। ভবিষ্যতেও তারা ভারতীয় ক্রিকেটকে শীর্ষে রাখবে। রাষ্ট্রপতিকে জার্সি উপহার দেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর।
চার্টার্ড বিমানে দিল্লিতে পৌঁছেছিল ভারতীয় দল। দিল্লির তাজ প্যালেসে ছিলেন তাঁরা। দিল্লির তাজ প্যালেস হোটেলে রয়েছে ভারতীয় দল। পুষ্পবৃষ্টি, ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় গোটা দলকে।
দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন হরমনপ্রীতরা। ঐতিহাসিক এই সাফল্যে এখন সেলিব্রেশনের মুডে অসমুদ্রহিমাচল। গোটা দলের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। কয়েকদিন পরে হয়তো বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হবে। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করল ভারতীয় দল।
Published By: Prasenjit DuttaPosted: 04:29 PM Nov 06, 2025Updated: 04:29 PM Nov 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
