Advertisement
জীবনের মোড় ঘোরাতে সপ্তাহের কোনদিন কোন দেবদেবীর পুজো করবেন? নিয়ম না মানলেই সর্বনাশ!
জেনে নিন পুজোর নিয়মকানুন।
প্রথমেই আসা যাক সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন সোমবারের কথা। ওইদিনটি শিবের বার। ধ্বংস এবং বিবর্তনের প্রতীক হলেন দেবাদিদেব মহাদেব। অনেকেই সোমবার উপবাস করে শিবলিঙ্গে জল ঢালেন। তাতে আপনার স্বাস্থ্যোন্নতি হবে। আবার দূর হবে নেতিবাচক চিন্তাভাবনাও। মহাদেবের আরাধনা নাকি মানসিক শান্তিরও আধার।
মঙ্গলবার হনুমানজির দিন। শক্তির প্রতীক হনুমানজি। এদিন উপবাস করে মন্দিরে পুজো দেন অনেকেই। পুজোর উপাচার হিসাবে গেরুয়া সিঁদুর বাধ্যতামূলক। অনেকে লাড্ডুও দেবতাকে প্রসাদ হিসাবে অর্পণ করেন।
নারীশক্তির প্রতীক দেবী দুর্গা। মঙ্গলবার মহিষাসুরদলনী দুর্গার আরাধনা করেন অনেকে। এদিন নিরামিষ খাবার খাওয়া উচিত। কালো পোশাক ভুলেও পরবেন না।
বাধাবিপত্তি পার করে এগিয়ে যাওয়ার জন্য বিঘ্নহর্তা গণেশের আরাধনা বাধ্যতামূলক। বুধবার কোনও মন্দিরে গণেশ পুজো দিতে পারেন। উপাচার হিসাবে হলুদ ফুল এবং মোদক থাকা প্রয়োজন। তাতেই মিলবে দেবতার আশীর্বাদ।
বৃহস্পতিবার লক্ষ্মীবার। ওইদিন বেশিরভাগ হিন্দু গৃহস্থ বাড়ির মহিলারা লক্ষ্মীর আরাধনা করেন। আমপাতা দিয়ে ঘট পেতে, পাঁচালি পড়ে ধনলক্ষ্মীর পুজো করেন। অনেকেই বলেন, ওইদিন মহিলাদের লাল পোশাক পরা উচিত।
শুক্রবার সন্তোষী মাতার দিন। মনোবাঞ্ছা পূরণের আশায় অনেকেই সন্তোষী মাতার আরাধনা করেন। এদিন উপবাস করে সন্তোষী মাতার পুজো করেন অনেকে। ছোলা, গুড় খেয়ে উপবাস ভাঙেন। সন্তোষী মাতার পুজো করলে ভুলেও টক জাতীয় খাবার খাবেন না। তাতে দেবী রুষ্ট হন। মনোবাসনা পূর্ণ হওয়ার পর উদযাপন করতে হয়। ওইদিন কচিকাঁচাদের প্রসাদ বিতরণ করুন। তাতেই মিলবে সুফল।
Published By: Sayani SenPosted: 06:19 PM Jan 29, 2026Updated: 06:57 PM Jan 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
