Advertisement
ফুলসজ্জায় স্বামী কাছে আসতেই নববধূর পেটে ব্যথা, মুহূর্তে সন্তানের জন্ম! বিয়েবাড়িতে হুলুস্থূল
সোশাল মিডিয়ায় ভাইরাল নববধূর কীর্তি!
আত্মীয় স্বজনে ভরপুর বিয়েবাড়ি। নানা নিয়মকানুন শেষে সবে ফুলসজ্জার ঘরে পৌঁছেছেন নবদম্পতি। বিছানায় লাজে রাঙা কনে বসে। ঘনিষ্ঠ হওয়ার বাসনায় কাছে এগিয়ে গিয়েছেন যুবক। এই বুঝি একে অপরের শরীরে ডুব দেবেন দু'জনে।
আচমকা বিপদ। যেন আঁতকে উঠলেন নতুন কনে। যুবক বেশ অপ্রস্তুত। তিনি ভাবছেন হয়তো স্ত্রীর ঘনিষ্ঠতায় আপত্তি রয়েছে। তাই এক লহমায় কিছুটা দূরে সরে যান যুবক।
নববধূ ততক্ষণে বিছানায় শুয়ে ছটফট করছেন। বুঝতে পারেন শারীরিক কোনও সমস্যা হচ্ছে। মুহূর্তেই বোঝা যায়, মহিলার পেটের যন্ত্রণা হচ্ছে। ততক্ষণে বিয়েবাড়িতে হুলুস্থূল। সকলেই বন্ধ ঘরের বাইরে জড়ো হয়ে গিয়েছেন।
চিকিৎসককে খবর দেওয়া হয়। তিনি পরীক্ষা নিরীক্ষা করে আঁতকে ওঠেন। তাঁর বুঝতে সময় লাগেনি যে নববধূ অন্তঃসত্ত্বা। যা শুনে তাজ্জব হয়ে যান সকলেই। পরের দিন ভোরে সদ্যোজাতর কান্নার শব্দে ভরে ওঠে গোটা বাড়ি। নববধূ মা হলেও, বাবা যে কে - সে প্রশ্ন ঘুরছে মুখে মুখে। আত্মীয়, প্রতিবেশীদের ভিড়ে জমজমাট গোটা বাড়ি।
ঘটনা উত্তরপ্রদেশের কুমারিয়া গ্রামের। ওই গ্রামেরই বাসিন্দা রিজওয়ান। কনে বাহাদুরগঞ্জের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, বিয়ের আগে দু'জনের আলাপ ছিল। একসময় নাকি কনে নিজেই বিয়ের প্রস্তাব দেন রিজওয়ানকে। সেই সময় অবশ্য যুবক বিয়েতে রাজি হননি।
তা শুনে ক্ষোভে ফুঁসে ওঠেন মহিলা। মুরসাইনা পুলিশ আউটপোস্টে যান। যুবকের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করার অভিযোগ তোলেন। পুলিশি মধ্যস্থতায় বিয়ের দিনক্ষণ স্থির হয়। আত্মীয় পরিজনদের উপস্থিতিতে বিয়েও সারেন দু'জনে।
বিয়ের দিনও সব ঠিকঠাক ছিল। নববধূকে দেখে কেউ একটিবারের জন্যও বুঝতে পারেননি তিনি অন্তঃসত্ত্বা। সন্তানের জন্ম শুধুমাত্র সময়ের অপেক্ষা তা টের পাননি কেউ। তাই দিব্যি সমস্ত নিয়মকানুন মানেন নববধূ। ফুলসজ্জার বন্ধ ঘরেই বিপর্যয়!
যুবকের দাবি, তাঁর সঙ্গে বিয়ের আগে তরুণীর শারীরিক সম্পর্ক ছিল না। সুতরাং অন্তঃসত্ত্বা হওয়ার কোনও সম্ভাবনা নেই। সোশাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনা। তবে কি বিয়ের আগে অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। যদিও মহিলার তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিছুটা সুস্থ হলে তাঁর সঙ্গে পরিজনেরা কথা বলবেন বলেই স্থির করেছেন।
Published By: Sayani SenPosted: 08:58 PM Jan 28, 2026Updated: 08:58 PM Jan 28, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
