Advertisement
দিদি করিশ্মার 'সতীনে'র সঙ্গেও প্রেম রণবীর কাপুরের! সঞ্জয়ের প্রথম স্ত্রীর 'প্রেমকাহিনি' চমকে দেবে
সঞ্জয়ের মৃত্যুতে চর্চায় 'কাপুরদের কেচ্ছা'! প্রথম স্ত্রীর পরিচয় জানেন?
সঞ্জয় কাপুরের 'রসিক' জীবন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও! একাধিক প্রেম, বিয়ে থেকে বিলাসবহুল জীবনযাপনের জন্য বারবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন সঞ্জয়। প্রথম যে পাত্রীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন, তার সঙ্গে প্রেম করেছেন শ্যালক রণবীর কাপুরও!
সঞ্জয়ের প্রাক্তন স্ত্রী হিসেবে করিশ্মা কাপুরের দিকে লাইমলাইট থাকলেও অনেকেই হয়তো জানেন না, কাপুরকন্যার আগে নন্দিতা মেহতানির সঙ্গে বিয়ে করেছিলেন সঞ্জয় কাপুর। তাঁর মৃত্যুর পর আবারও 'কাপুরদের সেই কেচ্ছা' নিয়ে চর্চা শুরু হয়েছে।
সালটা ১৯৯৬। দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন নন্দিতা মেহতানি। তবে তাঁদের দাম্পত্য সুখকর হয়নি। অতঃপর সঞ্জয়-নন্দিতার বিয়েও বেশিদিন টেকেনি!
বছর চারেক সংসার করার পর ২০০০ সালে দাম্পত্যে ইতি টানেন সঞ্জয় কাপুর ও নন্দিতা মেহতানি। করিশ্মার প্রাক্তন স্বামীর প্রথমা স্ত্রীর পরিচয় থেকে প্রেমকাহিনি জানলে চমকে উঠবেন! প্রেমিকের তালিকায় বলিউডের তাবড় তারকারা।
নন্দিতা মেহতানি পেশায় ফ্যাশন ডিজাইনার। গ্ল্যামারদুনিয়ার প্রথম সারির তারকাদের স্টাইলিস্ট তিনি। যাঁর ক্লায়েন্টের তালিকায় বিরাট কোহলি, ক্যাটরিনা কাইফ, গৌরী খান-সহ আরও অনেকের নাম রয়েছে।
ফ্যাশন দুনিয়াতেও সঞ্জয় কাপুরের প্রথম স্ত্রী নন্দিতা বেশ প্রসিদ্ধ। ২০২৪ সালে এক ফ্যাশন শোয়ে করণ জোহরের সঙ্গে মার্জার সরণিতে হেঁটে বাজিমাত করেছিলেন তিনি।
সঞ্জয়ের সঙ্গে 'তিক্ত দাম্পত্য' ছাড়াও নন্দিতার দুই 'প্রেম' বহুবার সংবাদের শিরোনামে বিরাজ করেছে। দিদি করিশ্মা কাপুরের সতীনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর।
শোনা যায়, সঞ্জয়ের প্রথম স্ত্রীর প্রতি রণবীরেরই নাকি ভালো লাগা ছিল বেশি। বলিউডে কান পাতলেই শোনা যায়, মাসখানেক প্রথম স্বামীর শ্যালকের সঙ্গে চুটিয়ে প্রেমও করেছিলেন নন্দিতা মেহতানি। এখানেই শেষ নয়!
পরবর্তীতে 'রমণীমোহন' রণবীরের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর নন্দিতা মেহতানি ডিনো মোরিয়ার প্রেমে পড়েন। বছর খানেক দুজনের বেশ মাখোমাখো সম্পর্ক ছিল।
Published By: Sandipta BhanjaPosted: 05:48 PM Jun 13, 2025Updated: 05:48 PM Jun 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
