Advertisement
বাদ শচীন, উইজডেনের সর্বকালের ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট একাদশে কারা?
ক'জন ভারতীয় রয়েছেন একাদশে?
১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। দুই দল ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও মুখোমুখি হবে। তার আগে ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের নিয়ে সর্বকালের সেরা টেস্ট একাদশ বেছে নিল উইজডেন। অবাক করে দেওয়ার মতো তথ্য হল, সেই দলে স্থান পেলেন না শচীন তেণ্ডুলকর। কারা জায়গা পেলেন সেরা একাদশে? দেখে নেওয়া যাক।
বীরেন্দ্র শেহওয়াগ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫টি টেস্ট খেলেছেন বীরু। ৫০.২৩ গড়ে ১,৩০৬ রান করেছেন। তাঁর টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ ৩১৯ রান এসেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ২০০৮ সালে চেন্নাইয়ে। ঘটনাচক্রে শেহওয়াগের অভিষেকও প্রোটিয়াদের বিরুদ্ধে, ২০০১ সালে। ব্লুমফন্টেইনে ভারতের রান ছিল ৬৮/৪। সেখান থেকে শচীনের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংসে স্বস্তি ফেরে। লিটল মাস্টার করেন ১৫৫। আর বীরুর ইনিংসের পাশে ১০৫। তবে ম্যাচটি ৯ উইকেটে হেরে গিয়েছিল ভারত। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫টি সেঞ্চুরি করেছেন। ২৯.৪৪ গড়ে ৯ উইকেটও রয়েছে। সেরা বোলিং ১২/৩।
ডিন এলগার: ভারতের বিরুদ্ধে ১৫ টেস্টে তাঁর রান ১,০১২। গড় ৪০.৪৮। সর্বোচ্চ ১৮৫। তাছাড়াও ২৭.৬৭ গড়ে ৬ উইকেট রয়েছে। সেরা বোলিং ২২/৪। ২০২৩ সালের ভারতের বিরুদ্ধে সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। বিদায়ী ম্যাচে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাঁকে সম্মান জানান। কোহলি নিজের হাতে তাঁকে জার্সি তুলে দেন। পুরস্কার বিতরণীর মঞ্চে রোহিত শর্মাকে দেখা যায় ভারতীয় দলের ক্রিকেটারদের সই করা এলগারের হাতে তুলে দিতে।
হাশিম আমলা: শেহওয়াগের মতো তাঁরও ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে অভিষেক হয়েছিল। ভারতে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। ৬২.৭৩ গড়ে রয়েছে ৯৪১ রান। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে ২১ টেস্টে ৪৩.৬৫ গড়ে ১,৫২৮ রান করেছেন। সর্বোচ্চ ২৫৩ অপরাজিত। ৫টি সেঞ্চুরিও করেছেন।
জ্যাক ক্যালিস: ভারতের বিরুদ্ধে ১৮ টেস্টে করেছেন ১,৭৩৪ রান। গড় ৬৯.৩৬। সর্বোচ্চ অপরাজিত ২০১। ঘরের মাঠে এই গড় ৮১। তবে ভারতের পিচেও গড় নেহাত কম নয় - ৫৮। উইকেট সংখ্যা ২২। সেরা বোলিং ৩০/৩। গড় আহামরি নয়। ৪১.৩১।
বিরাট কোহলি (অধিনায়ক): দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬ টেস্টে তাঁর গড় ৫৪.১৫। রান সংখ্যা ১,৪০৮। তিনটি শতরান-সহ সর্বোচ্চ রান অপরাজিত ২৫৪। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি ভিন্ন সিরিজে তাঁর গড় কমপক্ষে ৪০ ছিল। ২০১৭/১৮ সালে সেঞ্চুরিয়নে ১৫৩ রান বিশেষভাবে উল্লেখ করার মতো। পুরো সিরিজে অন্য কোনও ভারতীয় ১৫৩ রান করতে পারেননি। ২০১৯ সালে পুণেতে তাঁর অপরাজিত ২৫৪ রানের বিরাট ইনিংস তো অনেকেরই মনে আছে।
এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক): ভারতের বিরুদ্ধে ২০ টেস্টে তাঁর রান ১,৩৩৪। গড়। সর্বোচ্চ অপরাজিত ২১৭। রয়েছে ৩টি সেঞ্চুরি। উইকেটকিপার হিসাবে খেলেছেন ৩টি টেস্ট। ৪১ গড়ে ২০৫ রান করেছেন। সর্বোচ্চ ১০৩। রয়েছে একটি সেঞ্চুরিও। ক্যাচ নিয়েছেন ১৫টি। ঘটনাচক্রে উইকেটকিপার হিসাবে কম ম্যাচ খেললেও তাঁর পরিসংখ্যানই অন্যদের থেকে তাঁকে এগিয়ে রেখেছে।
রবীন্দ্র জাদেজা: প্রোটিয়াদের বিরুদ্ধে ৯ টেস্টে করেছেন ৩২৯ রান। গড় ২৯.৯০। সর্বোচ্চ ৯১। তাছাড়া ১৯.০৯ গড়ে ৪২ উইকেটও পেয়েছেন। সেরা। বোলিং ১৩৮/৬। তিনবার পাঁচ উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্স করে দলকে ভরসা দেওয়ায় সিদ্ধহস্ত 'স্যর'। নজরকাড়া ফিল্ডিংও করেন। তিনি থাকলে দলের গভীরতাও বাড়ে।
অনিল কুম্বলে: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১ ম্যাচে ৩১.৭৯ গড়ে নিয়েছেন ৮৪ উইকেট। ১৯৯১-৯২ সালে জোহানেসবার্গে তাঁর অবিস্মরণীয় বোলিংয়ের কথা ক্রিকেট ইতিহাসে অমর। ৪৪-২২-৫৩-৬। অর্থাৎ ওভার পিছু ১ রানের সামান্য বেশি দিয়েছিলেন। তিনবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে জাম্বোর। তাছাড়াও ১৫.৬১ গড়ে ৪৮৪ রানও করেছেন। সর্বোচ্চ ইডেন গার্ডেন্সে করা ৮৮ রান।
ডেল স্টেন: ১৪ ম্যাচে ২১.৫৩ গড়ে ৬৫ উইকেট রয়েছে এই পেসারের। সেরা বোলিং ৫১/৭। পাঁচবার পাঁচ উইকেট এবং ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। ভারতের মতো স্পিনবান্ধব উইকেটেও তাঁর পেস আগুন ঝরিয়েছে। ২০০৮ সালে আহমেদাবাদে টেস্টের প্রথম সেশনে ২৩/৫ উইকেট নিয়ে ভারতীয় ইনিংসকে ভেঙে দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও ৯১/৩ উইকেট পান। ২০১০ সালে নাগপুরে প্রথম ইনিংসে তাঁর বোলিংয়ে খোরকুটোর মতো ভেঙে যায় টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পেয়েছিলেন। দুই ইনিংস মিলিয়ে তাঁর বোলিং পরিসংখ্যান ৫১/৭ এবং ৩-৫৭। স্টেইনের তাণ্ডবের সামনে ইনিংসে হার স্বীকার করতে হয়েছিল ভারতকে।
Published By: Prasenjit DuttaPosted: 06:29 PM Nov 12, 2025Updated: 06:55 PM Nov 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
