Advertisement
কারও লড়াই দারিদ্রের সঙ্গে, কারও 'শত্রু' নিন্দুকদের ভ্রূকুটি, রইল বিশ্বজয়ীদের জীবন সংগ্রামের গল্প
বিশ্বজয়ে প্রয়াত বাবার স্বপ্নপূরণ করেছেন অনেকে।
হরমনপ্রীত কৌর- কোমরে ওড়না বেঁধে ছেলেদের সঙ্গে ক্রিকেট শুরু পাঞ্জাবের ব্যাটারের। প্রধান শক্তি বাবার উৎসাহ। দূরে কোচিং ক্যাম্পের খরচ সামলেছিলেন কোচ।
স্মৃতি মন্ধানা- বাবা-দাদা দু'জনই জেলা স্তরে ক্রিকেট খেলেছেন। সেখান থেকেই উৎসাহ মহারাষ্ট্রের ব্যাটারের। প্রথমে ডানহাতে ব্যাট করলেও পরে বাবার অনুপ্রেরণায় বাঁ-হাতি হন।
জেমাইমা রডরিগেজ- বাবা ক্রিকেট কোচ। পরিবার থেকে উৎসাহ পেয়েছেন মুম্বইয়ের ব্যাটার। দুরন্ত অ্যাথলিট। রাজ্য অনূর্ধ্ব-১৭ হকি দলে খেলেছেন। অবসরের সঙ্গী গিটার।
দীপ্তি শর্মা- দাদার সঙ্গে ক্রিকেট মাঠে যেতেন। সেখানে নজরে পড়েন প্রাক্তন ক্রিকেটার হেমলতা কলার। দাদার আত্মত্যাগ অন্যতম শক্তি আগ্রার অলরাউন্ডারের।
রিচা ঘোষ- ৫ বছর বয়সে বাবার কাছে ক্রিকেটে হাতেখড়ি। শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার পরে কলকাতায় চলে আসেন। পরিশ্রম ও পরিবারের সমর্থনই শক্তি।
শেফালি বর্মা- ৮ বছর বয়সে খেলা শুরু। ছোটবেলায় ছেলে সেজে খেলতেন রোহতকের অলরাউন্ডার। বাবার ছোট গয়নার দোকান ছিল। তিনি প্রধান উৎসাহদাতা।
প্রতীকা রাওয়াল- বাবা আম্পায়ার। পড়াশোনাতেও অসাধারণ। সিবিএসই'তে ৯২.৫% নম্বর পান দিল্লির ব্যাটার। সাইকোলজিতে স্নাতক হলেও ক্রিকেটকেই বেছে নেন।
অমনজ্যোত কৌর- চণ্ডীগড়ের অলরাউন্ডারের প্রথম ব্যাট বানান কাঠমিস্ত্রি বাবা। পড়শীদের আপত্তিকে পাত্তা দেননি। বিশ্বকাপের সময় ঠাকুরমার হার্ট অ্যাটাকের খবর জানানো হয়নি।
অরুন্ধতি রেড্ডি- সিঙ্গল মাদারের কাছে কড়া অনুশাসনে বড় হন হায়দরাবাদের বোলার। মা ছিলেন প্রাক্তন ভলিবল খেলোয়াড়। মেয়েকে সফল করার স্বপ্ন ছিল মায়ের। হরলিন দেওল- ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন- ছোটবেলায় সব খেলায় পারদর্শী ছিলেন মোহালির ব্যাটার। ছেলেদের সঙ্গে খেলা অনেকের আপত্তি থাকলেও পাশে ছিল পরিবার।
রেণুকা সিং ঠাকুর- ৩ বছর বয়সে বাবাকে হারিয়ে মায়ের কাছে বড় হওয়া শিমলার বোলারের। ক্রিকেটপাগল বাবা চেয়েছিলেন ছেলে বিশ্বকাপ জিতুক, স্বপ্নপূরণ করলেন মেয়ে। রাধা যাদব- ৬ বছর বয়সে পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট শুরু। ব্যাট কেনার টাকা ছিল না মুম্বইয়ের বোলারের। দুধবিক্রেতা বাবা সাইকেলে ৩ কিমি দূরে অনুশীলনে নিয়ে যেতেন।
Published By: Arpan DasPosted: 07:51 PM Nov 04, 2025Updated: 07:51 PM Nov 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
