Advertisement
মেসির চুম্বনের ছবি তুলে মিলেছে বিশ্বজোড়া খ্যাতি, এবার বিরাট পুরস্কার পেলেন বিখ্যাত ফটোগ্রাফার
কোন পুরস্কারে সম্মানিত হলেন তিনি?
একটি ছবির মাধ্যমে অনেক গল্প বলা যায়! সেই গল্পই বলেছিলেন আন্দ্রেস প্রেউমাইর। পরিচয়ে তিনি আর্জেন্টিনার রোজারিওর আলোকচিত্রী। লিওনেল মেসির বিয়ের দিন তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলেছিলেন এই আন্দ্রেস।
বিয়ের দিন যখন মেসি এবং আন্তোনেলা রোকুজ্জো চুমুর চুমুকে মাতোয়ারা, সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছিলেন প্রেউমাইর। কিন্তু ছবিটিকে বিশেষ করে দিয়েছিল মেসি-আন্তোনেলার বড় ছেলে থিয়েগোর অভিব্যক্তি। একরত্তি তখন মা-বাবাকে রোম্যান্স করতে দেখে লজ্জায় হাত দিয়ে চোখ ঢেকে রাখে। সেই সময় থিয়েগোর বয়স ৪ বছর ৭ মাস।
প্রেউমাইর পরে সোশাল মিডিয়ায় লিখেছিলেন, 'আমরা সবাই অপেক্ষায় ছিলাম, মেসি এবং আন্তোর চুমুর ছবির জন্য। কিন্তু নিশ্চিত ছিলাম না মুহূর্তটা ঠিকমতো ক্যামেরায় ধরা পড়ার ব্যাপারে। কিন্তু কিছু ঘণ্টা পর যখন ছবিটি দেখি, মনে হয়েছিল সেটাই সেরা মুহূর্ত।'
এমন মুহূর্ত কীভাবে তুলেছিলেন, তার উত্তরও সোশাল মিডিয়ায় দিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে প্রেউমাইর লিখেছিলেন, 'ছবিটির সৌন্দর্য যেমন আছে, তেমনই এর নেপথ্যে একটা গল্পও আছে। তখন সবাই অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই মুহূর্তটি এল। কিন্তু আসল চমকটা এল তার কয়েক সেকেন্ড পরেই, থিয়েগোর অভিব্যক্তিতে। মায়ায় ভরা সেই মুহূর্ত কখনওই ভুলবার নয়।'
সম্প্রতি এই ছবি আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে প্রেউমাইরকে। কোন পুরস্কার জিতেছেন তিনি? ইন্সপিরেশন ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন পুরস্কার জিতেছেন প্রেউমাইর। এটি ফটোগ্রাফি বিষয়ক একটি আন্তর্জাতিক সংগঠন। এই প্রতিষ্ঠানের সঙ্গে নামকরা আলোকচিত্রী তথা চলচ্চিত্র নির্মাতারা যুক্ত রয়েছেন।
Published By: Prasenjit DuttaPosted: 05:59 PM Sep 04, 2025Updated: 05:59 PM Sep 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
