Advertisement
লর্ডসে হেরে WTC র্যাঙ্কিংয়ে নেমে গেল শুভমানের টিম ইন্ডিয়া, কোথায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়া?
কত নম্বরে রয়েছে ভারত?
লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরেছে ভারত। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে শুভমান গিলের। সিরিজের তৃতীয় টেস্ট জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকারই সুযোগ ছিল। কিন্তু সেটা হাতছাড়া করে নেমে গিয়েছে টিম ইন্ডিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে সবার উপরে আছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে অলআউট করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অজিরা। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। তাদের পয়েন্ট শতাংশ ১০০।
দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে তিনটি টেস্টের মধ্যে দুটিতে জিতেছেন বেন স্টোকসরা। একটিতে হেরেছে তারা। ইংল্যান্ডের পয়েন্ট ২৪। পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।
শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের একটিতে জিতেছে তারা, একটিতে ড্র করেছে। তাদের পয়েন্ট ১৬। পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।
শুভমান গিলরা আছেন চতুর্থ স্থানে। তিনটি টেস্টের মধ্যে একটি জিতেছে, দুটিতে হেরেছে। টিম ইন্ডিয়ার পয়েন্ট ১২। পয়েন্ট শতাংশ ৩৩.৩৩।
এজবাস্টনে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছিল ভারত। লর্ডসে যদি ভারত জিতত, তাহলে সেখানে থাকারই সুযোগ ছিল ভারতের। শ্রীলঙ্কা ১৬ পয়েন্ট ও ৬৬.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে নেমে যেত তৃতীয় স্থানে। অন্যদিকে তিনটের মধ্যে দুটি জিতে ভারতের পয়েন্ট হত ২৪।
Published By: Arpan DasPosted: 05:21 PM Jul 15, 2025Updated: 05:21 PM Jul 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
