Advertisement
প্রথা ভেঙে জুবিনের মুখাগ্নি বোন পালমির, শেষকৃত্যে 'জয় জুবিনদা' স্লোগান, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী গরিমা
মাথার 'টুপি' খুলে জুবিনকে অর্পণ প্রিয় বন্ধু পাপনের।
মঙ্গলবার একুশ তোপে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হল জুবিন গর্গকে। প্রথা ভেঙে গায়কের মুখাগ্নি করলেন বোন পালমি বঢ়ঠাকুর। শেষকৃত্যের সমস্ত রীতি তিনিই পালন করলেন।
মঙ্গলবার কাকভোরে এইমসে ময়নাতদন্তের পর নির্ধারিত সময়ে কামারকুচি এনসি গ্রামে জুবিনের শেষকৃত্য শুরু হয়। অর্জুন বরুয়া স্পোর্টস কমপ্লেক্স থেকে জুবিনের শববাহী গাড়ি পৌঁছয় শেষকৃত্যস্থলে।
সেখানেও সেখানেও অসমের বাদশাকে চোখের জলে বিদায় জানাতে যেন জনঅরণ্য! সেই ভিড়ে শয়ে শয়ে মানুষ স্লোগান তুললেন ‘জয় জুবিনদা।’ আবার একদলের মুখে জুবিনের জনপ্রিয় গান ‘মায়াবিনি রাতির বুকুত’।
শেষকৃত্যের সময়ও বাজানো হল ‘মায়াবিনি’ গানটি, ঠিক যেমনটা বছর দুয়েক আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন জুবিন যে- আমি মরলে গোটা অসমজুড়ে এই গানই বাজবে। সেটাই যেন কামারকুচির শেষকৃত্যে অক্ষরে অক্ষরে ফলে গেল।
শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন জুবিনপত্নী। গরিমা সাইকিয়াকে সান্ত্বনা দিতে গেয়ে চোখের জল বাঁধ মানল না উপস্থিত অনেকেরই।
জুবিনের শেষকৃত্যের এহেন জনসমুদ্রই বিশ্বের সর্ববৃহৎ চতুর্থ জমায়েত হিসেবে নাম লেখাল ‘লিমকা বুক অফ রেকর্ডে’।
সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুতে শুক্রবার থেকেই বিনিদ্র রজনী কাটছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। মঙ্গলবার ভূমিপুত্রকে শেষ শ্রদ্ধা জানাতে এসে আবেগপ্রবণ তিনিও।
Published By: Sandipta BhanjaPosted: 04:08 PM Sep 23, 2025Updated: 04:11 PM Sep 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
