সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় সরকারি অনুদান মামলায় হস্তক্ষেপ করতে রাজি নয় কলকাতা হাই কোর্ট৷ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিষয়টি আইনসভা বিচার্য৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন সৌরভ দত্ত নামে এক এক ব্যক্তি৷ শুক্রবার সেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র বেঞ্চে৷ এদিকে আবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্যও৷ অর্থাৎ রাজ্যের বক্তব্য না শুনে পুজো অনুদান মামলায় রায় ঘোষণা করতে পারবে না সুপ্রিম কোর্ট৷
[আইনসভার বিচার্য বিষয়, পুজো অনুদান মামলা খারিজ কলকাতা হাই কোর্টের]
কলকাতা শহরে ছোট বড় মিলিয়ে হাজার তিনেক দুর্গাপুজো হয়৷আর জেলায় সংখ্যাটা প্রায় ২৫ হাজার৷এ বছর ২৮ হাজার পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷অর্থাৎ স্রেফ দুর্গাপুজোয় অনুদান দিতেই সরকারি কোষাগার থেকে খরচ হবে ২৮ কোটি টাকা! সরকারের এই সিদ্ধান্তে প্রতিবাদে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে৷
পুজোয় অনুদানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ৷ আদালতে পালটা হলফনামা দিয়ে রাজ্য সরকার জানায়, দুর্গাপুজোর করার জন্য নয়, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে পুজো কমিটিগুলিতে অনুদান দেওয়া হচ্ছে৷ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বক্তব্য, সরকারি অনুদান অনিয়মের বিষয়টি দেখার জন্য অডিটর জেনারেলকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি৷ তাই সরকারের আর্থিক বরাদ্দ নিয়ে জনস্বার্থ মামলা করাও ঠিক নয়৷ সরকারের যুক্তি মেনে নেয় কলকাতা হাই কোর্ট৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পুজোয় অনুদান মামলায় হস্তক্ষেপ করতে পারে না হাই কোর্ট৷ বিষয়টি আইনসভার বিচার্য৷ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তাই এবার পুজোয় অনুদান মামলা গেল সুপ্রিম কোর্টে৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার এ রাজ্যে পুজোর সরকারি অনুদানের বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী সৌরভ দত্ত৷ হাই কোর্ট কী রায় দিয়েছে, তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তরুণ গগৈ-কে জানান তিনি৷ জনস্বার্থ মামলাটি গ্রহণ করেছে শীর্ষ আদালত৷ শুক্রবার প্রধান বিচারপতি তরুণ গগৈয়ের ডিভিশন বেঞ্চেই হবে মামলা শুনানি৷
[চতুর্থীর আগেই চালু হতে পারে মাঝেরহাট সেতুর বিকল্প পথ]
The post পুজো অনুদান মামলা এবার সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি appeared first on Sangbad Pratidin.