shono
Advertisement

‘আমি সত্তরের ওয়েস্ট ইন্ডিজ দেখিনি, পন্টিংয়ের অস্ট্রেলিয়া দেখেছি’, অজিদের প্রশস্তি সৌরভের মুখে

২০০১ সালের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ভোলেননি ক্রিকেটপ্রেমীরা।
Posted: 04:35 PM Jun 06, 2023Updated: 04:35 PM Jun 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। দুই দেশ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এই আবহেই দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) একটি পুরনো ভিডিও পোস্ট করেছে একটি ক্রীড়া বিষয়ক বেসরকারি চ্যানেল। সেখানে অস্ট্রেলিয়ার প্রশংসা করতে দেখা গিয়েছে মহারাজকে। তাঁকে বলতে শোনা গিয়েছে, সত্তরের ওয়েস্ট ইন্ডিজ আমি দেখিনি কিন্তু পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে দেখেছি। পন্টিংয়ের বিশ্বজয়ী দল অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বে। একমাত্র সৌরভের দল অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ‘দাদাগিরি’ দেখিয়েছিল। সৌরভ আরও বলেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারফরম্যান্স দিয়ে বিচার্য হয় কোন দল ভাল আর কোন দল মন্দ।

Advertisement

২০০১ সালে স্টিভ ওয়ার (Steve Waugh) নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ভারত সফরে এসেছিল। মুম্বইয়ে জিতে কলকাতায় পা রেখেছিল অজিরা। ইডেনে সমতা ফেরায় ভারত। ইডেন গার্ডেন্সে রূপকথা লিখেছিলেন রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ। সমতা ফেরানোর পরে চেন্নাই টেস্ট জিতে ভারত সিরিজ জিতে নেয়।

[আরও পড়ুন: ২০ বছরেই রাতের আকাশ থেকে উধাও হবে সব তারা! ভয়ংকর আশঙ্কা গবেষকদের]

একটি বেসরকারি স্পোর্টস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ বলেছেন, ”অস্ট্রেলিয়া দল হিসেবে খুবই শক্তিশালী। ওদের হারালে, ওদের বিরুদ্ধে ভাল খেললে, ওদের বিরুদ্ধে রান পেলে, যে কেউই আত্মতৃপ্ত হবে, মনে করবে তারাই ভাল। ২০০১ সালে মুম্বইয়ে জিতে কলকাতায় এসেছিল অস্ট্রেলিয়া। আমরা কলকাতায় ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিই। সবাই সত্তরের ওয়েস্ট ইন্ডিজের কথা বলে। আমি ওদের দেখিনি। আমি রিকি পন্টিংকে (Ricky Ponting) দেখেছি, আমি ওর দলকে দেখেছি। ওরা সবার থেকে আলাদা। সবার সেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলা দিয়ে প্রমাণিত হয় একটি দল ভাল না মন্দ।”

স্টিভ ওয়ার নেতৃত্বে ১৯৯৯ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। তার পরে রিকি পন্টিংয়ের হাতে ওঠে দলের নেতৃত্বের ব্যাটন। পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপ জেতে। সেই দল অপরাজেয় ছিল। একমাত্র সৌরভের ভারত পন্টিংয়ের দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। ২০০৩-০৪ সালের অস্ট্রেলিয়া সফরে গিয়ে সৌরভের ভারত টেস্ট সিরিজ ১-১ করে ফিরেছিল। সৌরভ আলাদা করে পন্টিংয়ের অস্ট্রেলিয়ার উল্লেখ করেছেন। তাঁদের শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করেছেন। 

তবে ২০০১ সালের ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে ভারতীয় ক্রিকেটের চরিত্র বদলাতে থাকে। কোনও অবস্থাতেই হাল ছাড়ত না ভারত। দাঁতে দাঁত চেপে লড়াই করত। সেই পরম্পরা এখনও চলছে। 

[আরও পড়ুন: ওড়িশা রেল দুর্ঘটনা: মৃত্যু বাংলার ১০৩ জনের, কটক হাসপাতালে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement