সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃদিবসে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই বিশেষ দিনেই বিশেষ উপহার পেলেন তিনি। জনসভা থেকেই প্রধানমন্ত্রীর হাতে বিশেষ উপহার তুলে দিলেন সকলে। প্রয়াত মায়ের সঙ্গে নিজের ছবি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ২০২২ সালের ৩০ ডিসেম্বর পরলোকে গমন করেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন প্যাটেল।
রবিবার সকাল থেকে টানা চার জায়গায় জনসভা করেন প্রধানমন্ত্রী। বারাকপুর, হুগলি, আরামবাগ ও হাওড়ায় তাঁর জনসভা ছিল। লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) প্রচারে একাধিকবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী মোদি। বিভিন্ন লোকসভা কেন্দ্রে অন্তত দুটি করে জনসভা করেছেন। তবে একই দিনে চার চারটি জনসভা এই প্রথম। মাতৃদিবসেই বাংলা ছেড়ে চলে যাবেন প্রধানমন্ত্রী।
[আরও পড়ুন: নীল-সাদার ফ্যাশন শো! চতুর্থ দফার আগে কেন নয়া পোশাক ভোটকর্মীদের?]
তবে নির্বাচনী প্রচারের মধ্যেও বারবার নিজের মায়ের কথা মনে পড়েছে মোদির। তৃতীয় দফা নির্বাচনের সময় আহমেদাবাদে গিয়ে ভোট দিয়েছিলেন তিনি। সেই সময়ও মায়ের কথা মনে পড়েছিল মোদির। বলেছিলেন, এর আগে যতবার প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেমেছেন ততবার মায়ের আশীর্বাদ ছিল তাঁর সঙ্গে। এই প্রথমবার মাকে ছাড়াই ভোটের ময়দানে নামতে হচ্ছে মোদিকে। ২০২২ সালে ১০০ বছর বয়সে প্রয়াত হন মোদির মা হীরাবেন প্যাটেল।
মাকে হারানোর যন্ত্রণা প্রকাশ করার কয়েকদিন পরেই বাংলায় এসে বিশেষ উপহার পেলেন প্রধানমন্ত্রী। হুগলির (Hoogly) জনসভায় দুজন এসে হাতে আঁকা ছবি উপহার দেন তাঁকে। দুটি ছবিতেই মোদিকে দেখা যাচ্ছে তাঁর স্নেহময়ী মায়ের সঙ্গে। কোনওটায় ছেলের কাঁধে হাত দিয়ে রয়েছেন হীরাবেন, কোনওটায় আবার মায়ের পায়ের কাছে বসে কোলে হাত দিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী। ছবি উপহার পেয়ে বেশ খুশি হন তিনি। ধন্যবাদ জানিয়ে বলেন, পশ্চিমি দুনিয়া হয়তো আজকের দিনটা মাতৃদিবস হিসাবে পালন করে। কিন্তু ভারতীয়রা সারাবছর মা দুর্গা, মা কালীর উপাসনা করে মাতৃদিবস উদযাপন করে।